জনগণকে আরও সুখী জীবন দেবে সংস্কার: সি চিন পিং
  2018-12-18 12:07:19  cri
ডিসেম্বর ১৮: আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন করা হয়। উদযাপনি অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ কার্যক্রমের উচিত জনগণের মতামতকে সম্মান করা, মানুষের অনুভূতির প্রতি মনোযোগ দেওয়া এবং মানুষের জীবনযাত্রার উন্নয়নের জন্য সংগ্রাম করা। সংস্কারের মাধ্যমে জনগণের আরও সুখী জীবন নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেন সি চিন পিং।

সি বলেন, সিপিসি'র উচিত বরাবরই একটি ভালো জীবনের জন্য মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করা। গণতান্ত্রিক ব্যবস্থা উন্নত করা, গণতন্ত্র বিস্তৃত করা, গণতন্ত্রের রূপ সমৃদ্ধ করা এবং আইনের শাসন উন্নত করা। আইন অনুযায়ী বাস্তব এবং নির্দিষ্ট গণতান্ত্রিক অধিকারের উপভোগ নিশ্চিত করতে হবে। জনগণকে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, পরিবেশগত ও অন্যান্য উন্নয়ন অর্জনের সুযোগ দেওয়া হবে বলেও জানান সি চিন পিং।

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040