সংস্কার, উন্মুক্তকরণ ও চীনা সমাজতন্ত্র এগিয়ে নেওয়া চীনের তিনটি প্রধান ঐতিহাসিক ঘটনা: সি চিন পিং
  2018-12-18 11:43:25  cri

ডিসেম্বর ১৮: আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন করা হয়। এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা, সংস্কার ও উন্মুক্তকরণ এবং চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র এগিয়ে নেওয়া হলো ১৯১৯ সালের পর চীনের তিনটি প্রধান ঐতিহাসিক ঘটনা। আধুনিক সময়ে এটি চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নে তিনটি প্রধান মাইলফলক।

প্রেসিডেন্ট সি বলেন, মাওসেতুংকে প্রধান করে চীনের কমিউনিস্টরা গণপ্রজাতন্ত্রী চীন গঠন করেছেন এবং সমাজতন্ত্রের মৌলিক ব্যবস্থা গড়ে তুলেছেন। তেং সিয়াওপিংকে প্রধান করে চীনের কমিউনিস্টরা চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র সফলভাবে উন্মোচন করেছেন। জিয়াং জেমিনকে প্রধান করে চীনা কমিউনিস্টরা চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রকে সফলভাবে ২১ শতকের সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়ন করেছেন। হু জিনথাওকে প্রধান করে চীনা কমিউনিস্টরা নতুন ঐতিহাসিক পথে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের অনুসরণ ও বিকাশ ঘটিয়েছেন।

প্রেসিডেন্ট সি মনে করেন, সিপিসি'র অষ্টাদশ জাতীয় গণকংগ্রেস থেকে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে। জনগণের সুখ ও নিরাপত্তাবোধ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040