চীনের সংস্কারবিষয়ক মৈত্রী পুরস্কার পেয়েছেন ১০ জন আন্তর্জাতিক বন্ধু
  2018-12-18 11:16:12  cri

ডিসেম্বর ১৮: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও চীনের রাষ্ট্রীয় পরিষদ আজ (মঙ্গলবার) আলাইন মেরিয়েউক্স ও লি কুয়ান ইয়েউসহ ১০ জন আন্তর্জাতিক বন্ধুকে চীনের সংস্কারবিষয়ক মৈত্রী পুরস্কার প্রদান করেছে। চীন-বিদেশ আদান-প্রদান সহযোগিতা, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়া এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণে তাদের প্রচেষ্টা ও অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন:-

১. আলান মেরিয়েউক্স। তিনি চীন-বিদেশি চিকিত্সা উন্নয়নে সহযোগিতাকারী।

২. ওয়ারনার গেরিছ: তিনি চীনের চীনের সংস্কার ও উন্মুক্তকরণ কারখানার প্রথম বিদেশি কর্মকর্তা।

৩. ক্লাউস শওয়াব: তিনি চীন-বিদেশি অর্থনৈতিক আদান-প্রদানে সহযোগিতা এগিয়ে নিয়েছেন।

৪. মাটসুশিতা কোনসুকে: বিখ্যাত আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা- যিনি চীনের সংস্কার ও উন্মুক্তকরণে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছেন।

৫. ওহিরা মারাইয়োশি: চীন-জাপান কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।

৬. লি কুয়ান ইয়েউ: চীনের সংস্কার ও উন্মুক্তকরণে সিঙ্গাপুরের গভীর অংশগ্রহণ জোরদার করেছেন।

৭. হুয়ান আন্তোনিয়ো সামারাঞ্চ: তিনি চীনের অলিম্পিক গেমসকে আন্তর্জাতিক মঞ্চে পরিচয় করানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন।

৮. স্টিফেন ফেরি: তিনি চীন-ব্রিটেন বন্ধুত্ব বাড়ানো এবং চীন-ব্রিটেন সাংস্কৃতিক আদান-প্রদান জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

৯. মাউরিস গ্রিনবার্গ: তিনি চীন-বিদেশ ও চীন-যুক্তরাষ্ট্র বন্ধুত্ব জোরদার করেছেন।

১০. রবার্ট খুন: তিনি বিশ্বের কাছে বর্তমান চীনকে তুলে ধরেছেন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040