চীনে সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন
  2018-12-18 10:37:58  cri

ডিসেম্বর ১৮: আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিপিসি'র কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং ভাষণ দেন।

১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর সিপিসি'র কেন্দ্রীয় কমিটির একাদশ জাতীয় কংগ্রেসের তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে অর্থনীতির নির্মাণকেন্দ্রিক সংস্কার ও উন্মুক্তকরণ নীতি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ৪০ বছরে চীনের সার্বিক জাতীয় ক্ষমতা ব্যাপকভাবে বাড়ে এবং জিডিপি প্রবৃদ্ধির হার ৯.৫ শতাংশে উন্নীত হয়। মাথাপিছু বেতন ২২.৮ গুণ বৃদ্ধি পায়। ৭৪ কোটি মানুষের দারিদ্র্য দূর হয়। বিগত কয়েক বছরে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে চীনের অবদান এককভাবে ৩০ শতাংশ ছাড়িয়ে যায়।

৪০ বছরে চীনা পণ্যের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ১৯৮ গুণ বেড়েছে, সেবা বাণিজ্যের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ১৪৭ গুণ বৃদ্ধি পেয়েছে। চীনে ২ ট্রিলিয়ন মার্কিন ডলার বিদেশি পুঁজি বিনিয়োগ হয়েছে। এ সময়ে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা, বৃহত্তম শিল্প দেশ, বাণিজ্যিক দেশ এবং বিদেশি মুদ্রা সঞ্চয়কারী দেশে পরিণত হয়েছে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040