কমিক প্রদর্শনী গত শতাব্দীর ৩০ দশক থেকে কুয়াংচৌয়ে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ২০ শতাব্দীর ৮০ দশকে, হংকং টাইমস কোম্পানি এবং ঝুজিয়াং ফিল্ম স্টুডিও, শাংহাই আর্ট ফিল্ম স্টুডিও কুয়াংচৌতে মেইনল্যান্ড চীনের প্রথম যৌথ উদ্যোগের অ্যানিমেশন কোম্পানি গঠন করে। ২০ শতকের ৯০ দশকে কুয়াং চৌয়ের উচ্চ বিদ্যালয়ের চার জন ছাত্রী একটি কমিক ক্লাব প্রতিষ্ঠা করে, যা মেইনল্যান্ড চীনের প্রথম 'ছাত্র কমিক ক্লাব'। অতীতের দিকে তাকিয়ে, সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উদযাপন করার জন্য, কুয়াংচৌ অ্যানিমেশন আর্টিস্টস এসোসিয়েশন ২৪ অক্টোবর কুয়াংচৌয়ে "অ্যানিম নিউ ইরা --কুয়াং চৌ অ্যানিমেশান আর্ট ৪০ বছরের এচিভমেন্ট একজিবিশন" চালু করে।
অনুষ্ঠানের প্রাক্কালে চীনা ও বিদেশি কমিক-এর সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে একটি একাডেমিক সেমিনারের আয়োজন করা হয়। এতে অ্যানিমেশন শহরের ভবিষ্যত বিকাশ নিয়ে আলোচনা হয়।
চীনা অ্যানিমেশন শিল্প উন্নয়নের বেঞ্চমার্ক হিসাবে, কুয়াং চৌ হলো একমাত্র শহর যা অ্যানিমেশন শিল্পের ৪০ বছরের অ্যানিম আর্ট কৃতিত্ব প্রদর্শনীর আয়োজন করে। কুয়াংচৌ বিশ্ববিদ্যালয়ের শিল্প ও ডিজাইন স্কুলের সহকারী অধ্যাপক বলেন যে, ৪০ বছর আগে কুয়াংচৌয়ে কমিক প্রদর্শনী আয়োজিত হয়, তখন চার লাখেরও বেশি মানুষ এতে অংশ নেয়। দেখা যায় যে, কমিক বরাবরই কুয়াংচৌয়ের মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। তাই তিনি মনে করেন, এ শহরে কমিক শিল্পের উজ্জ্বল ভবিষ্যত আছে। তিনি বলেন যে, "আমাদের এখন মালভূমি আছে, কোন শিখর নেই। তবে আগামী ৪০ বছরে এই পরিস্থিতি পরিবর্তিত হবে।"