ইন্দোনেশিয়ার মহিলা পরিচালক লিভি ঝেংয়ের ছবিটি "বালি: দ্য বিট অফ হেভেন" সম্প্রতি চায়না কমিউনিকেশন ইউনিভার্সিটিতে প্রচারিত হয়। ইন্দোনেশিয়ায় সাবেক চীনা রাষ্ট্রদূত, চীনে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং চায়না কমিউনিকেশন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষক এক সঙ্গে ছবিটি উপভোগ করেন। ছবি "বালি: দ্য বিট অফ হেভেন" হলো একটি মিউজিকাল ডকুমেন্টারি, এর মুখ্য অভিনেতা হলো গ্র্যামি পুরস্কার বিজয়ী শিল্পী জুডিথ হিল এবং ইন্দোনেশিয়ান সুরকার নিউম্যান উইনটন। প্রামাণ্যচিত্রে ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ান সংগীতের মাধ্যমে গ্যামিলান সংগীতের গল্প বলা হয়েছে। গ্যামিলান সংগীত বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে গঠিত। যেমন এতে ইস্পাতের পিয়ানো, কাঠের পিয়ানো, ড্রামস, বাঁশি এবং স্ট্রিং যন্ত্র রয়েছে। এ ছাড়া কিছু ট্র্যাক গান এতে যোগ করা হয়। গ্যামিলান সংগীত প্রধানত জাভা, বালি এবং সানডানেসে জাতির উন্নত ও নিজস্ব বৈশিষ্ট্য ধীরে ধীরে প্রকাশ পায়।
পরিচালক লিভি ঝেং এক সাক্ষাত্কারে বলেন, গ্যামিলান সংগীত ইতোমধ্যেই অনেক ছবি ও টেলিভিশন কর্ম-যেমন "অ্যাভাটার", "স্টার ট্রেক" ইত্যাদিতে বাজানো হয়েছে। তবে, অনেকেই জানেন না গ্যামিলান ইন্দোনেশিয়ার একটি অনন্য জাতিগত সংগীত। তাই পরিচালক লিভি ঝেং এই সংগীত স্টাইলকে প্রধান করে একটি চলচ্চিত্র তৈরির ধারণা নিয়ে আসেন। ভবিষ্যতের সৃষ্টির কথা নিয়ে পরিচালক ঝেং বলেন, চীনের ফুচিয়ানের অধিবাসী, ইন্দোনেশিয়ান চীনা পরিচালক হিসেবে তিনি "এক অঞ্চল, এক পথ" থিমের ভিত্তিতে একটি চলচ্চিত্রের ছবিতে অংশগ্রহণের সুযোগ খুঁজছেন। সামুদ্রিক রেশম পথের স্পর্শকাতর গল্প সম্পর্কে চীনা ও ইন্দোনেশিয়ান শ্রোতাদের জানাবেন এবং চীন ও ইন্দোনেশিয়ার মধ্যে ভবিষ্যত সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি নতুন দিক তুলে ধরার আশা প্রকাশ করেন তিনি।