১ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয় অষ্টম 'সিল্ক উত্সব'। এতে থাই-সিল্ক পোশাক সংস্কৃতি প্রদর্শনী, অর্থাত্ প্রথম থাই-সিল্ক আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহের আয়োজন করা হয়। এতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজকীয় প্রতিনিধি ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং থাইল্যান্ডে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
থাইল্যান্ডের ৫০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত ও তাঁদের স্ত্রী এবং থাই কর্মকর্তারা মঞ্চে থাই-সিল্কের পোশাক পরিদর্শন করেন।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে বলেন, সোমদেত ফেরা নং চও সিরাকিত ফেরা বোরোমারচিনিনেট রানী এবারের কর্মসূচিতে বেশ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, থাই-সিল্ক থাইল্যান্ড সংস্কৃতির প্রতীক, থাই জনগণের গর্ব। তিনি আশা করেন, সুন্দর থাই-সিল্ক বিশ্বমঞ্চে প্রদর্শিত হবে। প্রথম থাই-সিল্ক আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহ গত ৯ ডিসেম্বর শেষ হয়। চীনের ডিজাইনাররা বিশেষ ফ্যাশন শোতে ২ ডিসেম্বরে থাই জনসাধারণের সঙ্গে দেখা করেন।