চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে 'চীনকে উপলব্ধি' আন্তর্জাতিক সম্মেলনের প্রতিনিধিদের সাক্ষাত্
  2018-12-17 20:15:33  cri
ডিসেম্বর ১৭: তৃতীয় 'চীনকে উপলব্ধি' আন্তর্জাতিক সম্মেলনের প্রতিনিধিরা আজ (সোমবার) বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। এদের মধ্যে সারা বিশ্বের ৩০জনেরও বেশি বিখ্যাত সাবেক নেতা, কৌশলবিদ, শিল্পপতি ও পণ্ডিত রয়েছেন।

প্রধানমন্ত্রী লি বলেন, সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকর হওয়ার ৪০ বছরে চীন বিশ্ববিখ্যাত সাফল্য অর্জন করে। আমরা অব্যাহতভাবে উন্মুক্ত উন্নয়ন এবং আরো উচ্চ মানের অর্থনীতি উন্নয়ন করবো।

তিনি আরো বলেন, চলতি ৭০ বছরে মানবজাতির বিশ্বের শান্তি সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা ফলপ্রসূ। এটি বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্যিক নিয়মের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলার সঙ্গে সংগতিপূর্ণ। চীন সময়ের অগ্রযাত্রার সঙ্গে এগিয়ে চলতে বিশ্ব বাণিজ্যিক সংস্থার নিয়ম উন্নয়ন করাকে সমর্থন করে। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040