'এক মিনিট'(১)
  2018-12-17 20:02:19  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজকে আমরা নতুন একটি পাঠ থেকে আপনাদের কিছু শেখাবো। আজকের পাঠের শিরোনাম 'এক মিনিট'। এর চীনা ভাষা হল 一分钟yī fēn zhōng । এই পাঠটিও কিছুটা লম্বা। তাই আপনাদের সহজে বোঝার জন্য আমরা এই পাঠকে দুই ভাগ করেছি। বন্ধুরা, এই অংশের প্রধান অর্থ হলো:

অ্যালার্ম ঘড়ি বাজছে। ইউয়ান ইউয়ান নামে একটি শিশু হাই তুলে পাশ ফিরয়ে শুয়েছে। সে মনে মনে বলল, আর মাত্র এক মিনিট ঘুমাবো, শুধুই এক মিনিট, দেরি হবে না।

এক মিনিট পর, ইউয়ান ইউয়ান বিছানা থেকে ওঠে। সে খুব তাড়াতাড়ি মুখ ধোয়, নাস্তা খায় এবং স্কুল ব্যাগ নিয়ে বের হয়ে যায়। চৌরাস্তায় সে দেখে সামনের ট্র্যাফিক লাইট সবুজ, সে পথের ওই পাশে যেতে চায়; কিন্তু সেই মুহূর্তে বাতিটি লাল হয়ে যায়! সে দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি আমি এক মিনিট আগে বিছানা থেকে উঠতাম!

বন্ধুরা, এই পাঠের অর্থ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাঠটি আমাদেরকে একটি বিষয় শেখাতে চায়, তা হলো- অলস হওয়া যাবে না। আসলে সকালে আগেভাগে বিছানা থেকে ওঠা সারা দিনের কাজের জন্য সহায়ক।

বন্ধুরা, এই পাঠের শিরোনাম হলো-'এক মিনিট'। এর চীনা ভাষা一分钟yī fēn zhōng, তাহলে আজ আমরা চীনা ভাষায় সময় কীভাবে বলতে হয়, তা শেখাবো।

秒 miǎo সেকেন্ড

分钟fēn zhōng মিনিট

小时 xiǎo shí ঘণ্টা

日/天 rì /tiān দিন

星期 xīng qī সপ্তাহ

月 yuè মাস

年 nián বছর

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040