প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়া মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  2018-12-17 18:52:33  cri
ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আল মিলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, মার্কিন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচনে যুক্তরাষ্ট্র ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তিনি। বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত শিক্ষা ও জ্বালানি খাতে তার দেশ বিনিয়োগ করতে আগ্রহী। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান আর্ল মিলার। ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সহায়তা চান শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ন্যাদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত হেন্দ্রিকুস জি জে ভারওয়েজ। রাষ্ট্রদূত জানান বাংলাদেশের বিভিন্ন খাতে তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী ডেল্টা প্ল্যান বাস্তবায়ন ও নদী খননে তার ন্যাদারল্যান্ডসের সহায়তা কামনা করেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040