সদস্যদেশের ৮ বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা অনুমোদন করেছে এনডিবি
  2018-12-17 15:56:49  cri
ডিসেম্বর ১৭: ব্রিক্সের নতুন উন্নয়ন ব্যাংক (এনডিবি) এ পর্যন্ত পাঁচটি সদস্যদেশের ৮ বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা অনুমোদন করেছে। এতে প্রধানত পরিষ্কার ও নবায়নযোগ্য শক্তির পরিকল্পনা অন্তর্ভুক্ত।

ব্যাংকটির উপ-প্রধান সার্কিস জে.বি সার্কিস গতকাল (রোববার) পঞ্চদশ চীন আন্তর্জাতিক ব্যাংকিং ফোরামের সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান।

তিনি বলেন, এনডিবি ভবিষ্যতে সদস্যসংখ্যা ও আকার বৃদ্ধি করবে। উন্নত দেশগুলোকে এতে অংশ নেয়ার স্বাগত জানান তিনি।

ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ২০১৯ সালে এনডিবি ব্রিক্সভুক্ত পাঁচটি সদস্যদেশের ৭ থেকে ৮ বিলিয়ন ডলারের পরিকল্পনা যাচাই করবে। তিনি মনে করেন, ভবিষ্যতে টেকসই উন্নয়ন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040