১৫ সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী
  2018-12-17 15:06:07  cri

ডিসেম্বর ১৭: রোববার পাকিস্তানি সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বিশেষ সামরিক আদালতে ১৫ সন্ত্রাসীর মৃত্যুদণ্ডের রায়ে অনুমোদন দিয়েছেন।

পাকিস্তানি সশস্ত্রবাহিনীর তথ্য ব্যুরো এক বিবৃতিতে রোববার জানায়, ওই ১৫ জন সন্ত্রাসী ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের সন্ত্রাসী ঘটনায় ৩৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ২১ জন সামরিক কর্মকর্তা, ১১ জন পুলিশ ও দুই নিরীহ নাগরিক।

এর আগে বিশেষ সামরিক আদালতে সন্ত্রাসীদের বিচারের পর ১৫ জনই দোষী সাব্যস্ত হয়।

পাক সশস্ত্রবাহিনীর তথ্য ব্যুরো এদিন প্রকাশিত অন্য এক বিবৃতিতে জানায়, বিশেষ সামরিক আদালত গঠনের পর থেকে ৭১৭টি সন্ত্রাসী মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ৫৪৬টি মামলার বিচার হয়েছে। এসব মামলায় ৩১ জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040