দ্বিতীয় চীন-পাক-আফগান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপ ফলপ্রসূ: চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2018-12-16 14:13:21  cri

ডিসেম্বর ১৬: দ্বিতীয় চীন-পাক-আফগান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপ সফল হয়েছে, এতে তিন দেশ ব্যাপক সমঝোতায় পৌঁছেছে। স্থানীয় সময় গতকাল (শনিবার) আফগানিস্তানের কাবুলে সংলাপে অংশগ্রহণের পর চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য রেখেছেন।

তিনি বলেন, প্রথমত, তিন দেশ একমত হয়েছে যে, তৃপক্ষীয় সহযোগিতা জোরদার করা তিন দেশের যৌথ উন্নয়ন ও নিরাপত্তা, আঞ্চলিক শান্তি রক্ষা করার জন্য খুব গুরুত্বপূর্ণ।

দ্বিতীয়ত, তিন দেশ আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার জন্য সমন্বয় জোরদার করবে। যাতে তালিবান যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে বসতে পারে।

তৃতীয়ত, আফগানিস্তান ও পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করতে একমত হয়েছে।

চতুর্থত, তিন দেশ সহযোগিতা জোরদার করবে। তিন দেশ অবকাঠামো এবং জনগণের জীবনযাপনের মান উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে আরো বেশি সহযোগিতা করবে।

পঞ্চমত, তিন দেশ যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণ ত্বরান্বিত করবে।

ষষ্ঠত, তিন দেশ এবারের সংলাপে স্বাক্ষরিত 'যৌথভাবে সন্ত্রাসবাদ দমন-বিষয়ক স্মারকলিপি' বাস্তবায়ন করতে একমত হয়েছে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040