বাংলাদেশে নির্বিঘ্ন ভোটাধিকার চায় যুক্তরাষ্ট্র
  2018-12-15 19:05:51  cri
বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব পাশ হয়েছে।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সর্বসম্মতভাবে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবে বাংলাদেশের নির্বাচনসহ চারটি বিষয় রয়েছে। প্রস্তাবে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশ সরকারকে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানানো হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির নিশ্চিতে নির্বাচন কমিশনের অনুরোধে সরকারকে সাড়া দিতে বলা হয়েছে। প্রস্তাবের শেষে কঠিন পরিস্থিতিতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করা হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040