বেইজিংয়ে 'চীন: সংস্কারের গল্প' প্রামাণ্যচিত্রের ওয়ার্ল্ড প্রেমিয়ার অনুষ্ঠিত
  2018-12-14 19:39:48  cri

ডিসেম্বর ১৪: সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে আজ (শুক্রবার) ৩ পর্বের চীনা ও বিদেশি ভাষায় তৈরি প্রামাণ্যচিত্র 'চীন: সংস্কারের গল্প'-এর ওয়ার্ল্ড প্রেমিয়ার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের সহযোগিতায় ১৫ ডিসেম্বর থেকে মার্কিন ডিস্কভারি চ্যানেল এবং ইউখু প্ল্যাটফর্মের মাধ্যমে একযোগে দেশ-বিদেশে তা প্রচারিত হবে। চীনের প্রচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়, পর্যটন বিভাগসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এবং বিভিন্ন মহলের প্রায় দু'শ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রামাণ্যচিত্রে চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ায় বিভিন্ন বৈশিষ্ট্যময় ব্যক্তির গল্প তুলে ধরে গত ৪০ বছরে চীনের আর্থ-সামাজিক বিপুল পরিবর্তন এবং চীনা জনগণের জীবনযাত্রার মানের উন্নতি দেখানো হয়েছে।

চীনের প্রচার মন্ত্রণালয়ের উপসচিব জাও ছি ভাষণে বলেন, চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছর উপলক্ষ্যে, এই প্রামাণ্যচিত্রের সম্প্রচার অনেক তাত্পর্যপূর্ণ। দেশি-বিদেশি গণমাধ্যমের আরও গভীর সহযোগিতার মাধ্যমে বিশ্বে নতুন যুগের চীনা গল্প তুলে ধরা হবে। ডিস্কভারি চ্যানেল এবং ইউখুসহ বিভিন্ন গ্রুপের প্রতিনিধিরাও এতে ভাষণ দেন।

এই প্রামাণ্যচিত্রে ৩টি পর্ব আছে। প্রথম পর্বে ১৯৭৮ সাল থেকে নতুন যুগ পর্যন্ত সংস্কার ও উন্মুক্তকরণণের কারণে চীনের গ্রামাঞ্চলের বড় পরিবর্তন তুলে ধরা হয়েছে। দ্বিতীয় পর্বে সংস্কার ও উন্মুক্তকরণ চীনা জনগণকে কীভাবে নতুন উন্নয়নের সুযোগ এনে দিয়েছে তা তুলে ধরা হয়েছে। তৃতীয় পর্বে ফ্যাশন, শিক্ষা, পর্যটনসহ চীনা মানুষের জীবনযাপনের পরিবর্তন তুলে ধরা হয়েছে। এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরে চীনের উন্নয়নের ফলাফল ও সুন্দর উন্নয়নের ভবিষ্যত প্রদর্শিত হয়েছে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040