বহুপক্ষবাদে অবিচল থাকতে হবে: চীনা প্রতিনিধি
  2018-12-14 16:48:02  cri
ডিসেম্বর ১৪: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ কাতোউইস জলবায়ু সম্মেলন প্যারিস চুক্তি বাস্তবায়নের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার শেষ পর্যায়ে পৌঁছেছে। এদিন অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলাবিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি সিয়ে চেং হুয়া অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, বহুপক্ষবাদে অবিচল থাকতে হবে।

সিয়ে বলেন, খুঁটিনাটি বিষয়ে আলোচনা সম্পন্ন করা হলো বিভিন্ন পক্ষের অভিন্ন আশা-আকাঙ্ক্ষা। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করায় তিনি জোর দেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে চীনের অবদান প্রসঙ্গে সিয়ে চেং হুয়া বলেন, অর্থনীতির উন্নয়ন এবং জীবনের মান বাড়ার সঙ্গে সঙ্গে চীনে জ্বালানি চাহিদা ব্যাপক বেড়েছে। তবে বর্তমান চীন প্রধানত প্রাকৃতিক গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভর করে। কয়লার ব্যবহার ধীরে ধীরে কমছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে চীনের অবদান উন্নত দেশগুলোর সমান বলেও তিনি উল্লেখ করেন।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040