'সোয়া রিগা চীনের লাম মেডিসিনাল গোসল' বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত
  2018-12-13 16:23:58  cri

সম্প্রতি মরিশাসের রাজধানীতে অনুষ্ঠিত হয় ইউনেস্কোর অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার-সংক্রান্ত আন্তঃসরকার কমিটির সভা। এতে 'সোয়া রিগা চীনের লাম মেডিসিনাল স্নান'কে পৃথিবীর অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়। ইউনেস্কোর অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পর্কিত তালিকায় চীনের চল্লিশতম প্রকল্প হিসেবে একে অন্তর্ভুক্ত করা হয়।

তাহলে, তিব্বতি এই 'ঔষধ গোসল' আসলে কি?

'সোয়া রিগা চীনের লাম মেডিসিনাল গোসল' তিব্বতি ঔষধের ক্লাসিক বই < চার মেডিকেল কোড>-এ রেকর্ড করা আছে। তিব্বতি মেডিকেল কলেজের প্রফেসর ইয়াং গা বলেন, প্রাকৃতিক গরম স্প্রিংস বা উষ্ণ ঔষধের সঙ্গে ফুটন্ত পানি এবং বাষ্পস্নানের মাধ্যমে আপনার শরীর ও মনের ভারসাম্য সামঞ্জস্য করা হলো 'সোয়া রিগা', অর্থাত্ চীনের লাম মেডিসিনাল গোসল। এই ঐতিহ্যগত জ্ঞান এবং অনুশীলনের পদ্ধতি তিব্বতি ঔষধ দর্শন এবং তাত্ত্বিক সিস্টেমকে প্রতিফলিত করে। ইয়াং গা বলেন, "তিব্বতি মেডিসিন বাথ একটি চিকিত্সা পদ্ধতি যা তিব্বতি মেডিক্যাল ব্যবস্থায় খুবই কার্যকরী এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই স্থানীয় মানুষ এটি অনেক পছন্দ করে।"

আসলে এটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইউনেস্কোতে আবেদনের প্রক্রিয়া ছিল খুব কঠিন। অনেক বিদেশি মানুষ সোয়া রিগা সম্পর্কে জানে। কিন্তু তারা না জানে যে সোয়া রিগা হলো তিব্বতি ঔষধের চিকিত্সা পদ্ধতি। আর তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের উপ-মহাপরিচালক লিউ সুয়ান জানতে পারেন যে, সোয়া রিগাকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইউনেস্কোতে আবেদন করছে ভারত। <চার মেডিকেল কোড> তিব্বতের পণ্ডিতদের গবেষণার ফলাফল এবং এটি তিব্বত থেকে উদ্ভূত- তাতে কোনো সন্দেহ নেই। তাই, আবেদন কাজ খুবই জরুরি হয়ে ওঠে। ভাগ্যক্রমে চীনের সাংস্কৃতিক মন্ত্রণালয়, অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারবিষয়ক বিশেষজ্ঞ এবং তিব্বত সরকারের যৌথ চেষ্টার মাধ্যমে প্রমাণ করা হয় যে, সোয়া রিগা চীনের তিব্বতি পণ্ডিতদের গবেষণা ফলাফল। ২৮ নভেম্বর, চীনের আবেদনে 'সোয়া রিগা চীনের লাম মেডিসিনাল গোসল' অবশেষে ইউনেস্কোর অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করার অনুমোদন দেওয়া হয়। তিব্বতি ওষুধের উন্নয়ন এবং তিব্বতি ঔষধের বিকাশ নতুন যুগে প্রবেশ করে।

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040