1228adda
|
সুপ্রিয় শ্রোতা, আহম রফিক'কে কবি, প্রাবন্ধিক, সংস্কৃতিসেবী, মার্সসবাদী চিন্তক, রবীন্দ্রগবেষক, ভাষাসংগ্রামী-এমন বহুতর পরিচয়ে পরিচিত এক মনীষা। তবে তার সব পরিচয়কে ছাপিয়ে নক্ষত্রের মতো দীপ্যমান দুটি পরিচয় ভাষাসংগ্রামী ও রবীন্দ্রগবেষক। আজকের অনুষ্ঠানে জানে নেন জনাব আহমদ রফিকের চোখে রবীন্দ্রনাথ।
জনাব আহমদ রফিকের সংক্ষিপ্ত পরিচয়:
আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর, ১৯২৯) বাংলাদেশের একজন মুক্তমনা সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি একাধারে কবি, প্রবন্ধকার ও গবেষক। কবি রবীন্ত্রনাথ ঠাকুর বিষয়ে গবেষণা তাঁর বিশেষ কৃতিত্ব। টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে রবীন্দ্রতত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করে। ব্যক্তি জীবনে তিনি এজকন চিকিৎসক।