কফিকাউসের আড্ডা: বাউল তত্ত্ব রবীন্দ্রনাথের চিন্তাধারায় কেমন প্রভাব পড়েছে?
  2019-01-04 15:13:48  cri


জীবন চলার পথে 'কত স্বপ্নের রোদ ওঠে, আর কত স্বপ্ন মেঘে ঢেকে যায়! কতজন এলো-গেলো কতজনই আসবে- কফিহাউসটা শুধু থেকে যায়।' প্রিয় বন্ধুরা, কফিহাউসও থাকবে এবং আমিও এখন থেকে বাকি ২০ মিনিট থাকব আপনাদের সঙ্গে; শেয়ার করব জীবনের অনেক কথা। সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক 'কফিহাউসের আড্ডা' অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।

সুপ্রিয় শ্রোতা, আহম রফিক'কে কবি, প্রাবন্ধিক, সংস্কৃতিসেবী, মার্সসবাদী চিন্তক, রবীন্দ্রগবেষক, ভাষাসংগ্রামী-এমন বহুতর পরিচয়ে পরিচিত এক মনীষা। তবে তার সব পরিচয়কে ছাপিয়ে নক্ষত্রের মতো দীপ্যমান দুটি পরিচয় ভাষাসংগ্রামী ও রবীন্দ্রগবেষক। আজকের অনুষ্ঠানে জানে নেন জনাব আহমদ রফিকের চোখে রবীন্দ্রনাথ।

জনাব আহমদ রফিকের সংক্ষিপ্ত পরিচয়:

আহমদ রফিক (জন্ম: ১২ সেপ্টেম্বর, ১৯২৯) বাংলাদেশের একজন মুক্তমনা সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি একাধারে কবি, প্রবন্ধকার ও গবেষক। কবি রবীন্ত্রনাথ ঠাকুর বিষয়ে গবেষণা তাঁর বিশেষ কৃতিত্ব। টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে রবীন্দ্রতত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করে। ব্যক্তি জীবনে তিনি এজকন চিকিৎসক।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040