আস্থা ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে
  2018-12-13 14:45:07  cri

ডিসেম্বর ১৩: ব্রিটেনের কনজারভেটিভ দলের নেতৃত্বের প্রশ্নে আস্থা ভোটে আরও অন্তত এক বছরের জন্যে টিকে গেলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। বুধবার রাতে ভোটাভুটিতে তার পক্ষে পড়েছে ২০০ ভোট আর বিপক্ষে ১১৭।

আস্থা ভোটে থেরেসা মে জিতেছেন ৮৩ ভোটে, যার অর্থ ৬৩ শতাংশ কনজারভেটিভ এমপি ছিল তার পক্ষে; আর বিপক্ষে ভোট দিয়েছে ৩৭ শতাংশ।

তিনি হেরে গেলে দলের প্রধানের পদ থেকে তাকে সরে দাঁড়াতে হতো, সেইসঙ্গে প্রধানমন্ত্রীর পদ থেকেও তাকে সরে যেতে হতো।

কনজারভেটিভ পার্টির '১৯২২ কমিটি' অর্থাত্ পার্টির নিম্নকক্ষের সাধারণ সাংসদদের নিয়ে গঠিত কমিটির সভাপতি গ্রাহেম ব্রাডি ভোটের পর বলেন, এ ভোটের ফলাফল থেকে প্রধানমন্ত্রীর উপর পার্টির আস্থা প্রতিফলিত হয়।

ব্রিটিশ গণমাধ্যমে বলা হয়, এবারের আস্থা ভোট অনুযায়ী সংসদে 'ব্রেক্সিট চুক্তি' পাস করার ক্ষেত্রে বড় বাধায় পড়বেন থেরেসা মে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040