ছেন রুই
  2018-12-12 16:12:21  cri


ছেন রুই, ১৯৭৬ সালের ২৫ জুন চীনের হু পেই প্রদেশের ই ছাং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের সংগীত মহলের খুব বিখ্যাত একজন গায়িকা। ২০০৭ সালে তিনি আনুষ্ঠানিকভাবে 'বেইজিং নিয়াও রেন' শিল্প কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। 

২০০৩ সালে ছেন রুই 'চীনের পপ সংগীত মহলের নতুন কন্ঠশিল্পীর প্রতিযোগিতা-হুপেই শাখার প্রতিযোগিতায়' দ্বিতীয় পুরস্কার লাভ করেন এবং দেশব্যাপী নতুন কন্ঠশিল্পী প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেন। ২০০৬ সালে তিনি 'সাদা খেঁকশিয়াল' গানটি গেয়ে জনপ্রিয় হন। এই গানটিকে '২০০৬ সালে অসংখ্য মানুষকে মুগ্ধ করার গান' হিসেবে নির্বাচিত করা হয়। 

২০০৫ সালে ছেন রুই নিজের রচিত গানের কাজ শুরু করেন। সংগীত মহলে প্রবেশের আগে তিনি হুপেই প্রদেশের ইছাং শহরের একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। তিনি শিক্ষাদানের ক্ষেত্রেও অনেক পুরস্কার পেয়েছেন।

২০০৮ সালে ছেন রুই চীনের বিভিন্ন বিখ্যাত কন্ঠশিল্পীর সঙ্গে চীনের অন্তঃমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের আরতোসি শহরে অনুষ্ঠিত চীনের ঐতিহ্য ইউয়ানসিয়াও উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। 

২০০৯ সালে ছেন রুই চীনের কেন্দ্রীয় টেলিভিশন-সিসিটিভির 'আনন্দময় চীন ভ্রমণ' অনুষ্ঠানে অংশ নেন এবং পারফর্ম করেন।

২০১০ সালের ২ ডিসেম্বর, ছেন রুই বেইজিংয়ে আয়োজিত চতুর্থ চীনের চীনা ভাষা অ্যালবাম উত্সবের পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেন। 

২০১১ সালের ১ জানুয়ারি ছেন রুই চীনের হ্যপেই প্রদেশের ছাংচৌ শহরে আয়োজিত চীনের গীতিকার সংগীত উত্সবে অংশ নিয়ে তার সবচেয়ে বিখ্যাত গান ''সাদা খেঁকশিয়াল' গেয়েছেন। ২০১১ সালের জুন মাসে তিনি আবার অন্তঃমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে গিয়ে ভ্রাম্যমান সংগীত অনুষ্ঠানে অংশ নেন। ২০১২ সালের ২৪ মার্চ, ছেন রুই চীনের ছুংছিং শহরে আয়োজিত 'ত্রয়োদশ তিয়ানচিয়াং পিয়নি ফুল সাংস্কৃতিক উত্সবে' পারফর্ম করেন। একই বছরের ২৫ জুন, বেইজিংয়ে তার চতুর্থ অ্যালবাম 'দুই পাপড়ি ফুল' মুক্তি পায়। 

২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি তার নতুন একটি গান 'স্বপ্নের ভালোবাসা' প্রকাশিত হয়। ২০১৫ সালের ২৬ জুন তার আরেকটি গান 'শুধুই একজন নারী' মুক্তি পায়। ২০১৫ সালের ১৮ অক্টোবর তার আরেকটি অ্যালবাম 'একটি গানের সময়' মুক্তি পায়।

২০১৮ সালের ৩১ জানুয়ারি, তার নতুন গান 'ভালোবাসার জন্য কান্না করা মেয়ে' প্রকাশিত হয়। একই বছরের ৫ জুন, তার গান 'ভালোবাসার সঙ্গে হাজির' মুক্তি পায়। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040