উই সিন ইয়ু
  2018-12-12 16:08:45  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় গায়িকা উই সিন ইয়ু-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান আপনাদের শোনাবো।উই সিন ইয়ু, ১৯৮৭ সালের ১৮ মে চীনের অন্তঃমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের থুং লিয়াও শহরে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের জুলাই মাসে 'আলোকচিত্রে চীন' গানটি দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। 

২০১৩ সালের ১৮ অগাস্ট উই সিন ইয়ুর আরেকটি গান 'আমার ভালোবাসা' প্রকাশিত হয়। ২০১৩ সালের ১২ এপ্রিল তিনি 'ভালোবাসার দাম' নামে একটি চলচ্চিত্রের জন্য থিম সং গেয়েছেন। একই বছরের ২৪ এপ্রিল, তার আরেকটি গান 'সুখের চীনা স্বপ্ন' মুক্তি পায়। এবং গানের মাধ্যমে তিনি সারা চীনে 'স্বপ্নের মেয়ে' হিসেবে পরিচিতি লাভ করেন। 

২০১৩ সালের জুন মাসে, চীনের রাষ্ট্রীয় প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত 'আমার চীনা স্বপ্ন আলোকচিত্র প্রতিযোগিতার' ইমেজ এ্যাম্বাসেডর হিসেবে উই সিন ইয়ু কাজ করেন। ২০১৩ সালের জুলাই মাসে, তার গান 'আলোকচিত্রে চীন' প্রকাশিত হয়। ২০১৩ সালের ১২ ডিসেম্বর উই সিন ইয়ু'র আরেকটি গান 'প্রত্যেকের মনে একটি মালভূমি' আছে বাজারে আসে। 

২০১৪ সালের জানুয়ারি মাসে উই সিন ইয়ু'র নতুন একটি গান 'সুন্দর চীন' মুক্তি পায়। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে উই সিন ইয়ু'র গান 'সিলৌতে মাতাল' প্রকাশিত হয়। ২০১৪ সালের মার্চ মাসে তার গান 'তারা থেকে এসেছো তুমি' প্রকাশিত হয়। 

২০১৪ সালের ১৬ জুলাই, উই সিন ইয়ু'র আরেকটি সুন্দর গান 'প্রেমিকার হৃদয়' প্রকাশিত হয়। ২০১৬ সালের ১৩ জুন উই সিন ইয়ু'র নিজস্ব সংগীত স্টুডিও থেকে আরেকটি গান 'কামনা' প্রকাশিত হয়। ২০১৬ সালের ৮ জুলাই উই সিন ইয়ু'র গান 'ভবিষ্যত্ জীবনে একটি পদ্মফুল হতে চাই' প্রকাশিত হয়। 

বন্ধুরা, এখন আমরা শুনবো উই সিন ইয়ু'র গান 'প্রেমিকার হৃদয়'।

গানের কথা হল, 'বাতাসে, বৃষ্টিতে ও বসন্তে পরিণত হয়ে তোমার কাছে যাই। কণ্ঠের মত, ছায়ার মত, স্বপ্ন হল দূরের হাতের ছাপ। ধোঁয়া, মাটি ও মেঘে পরিণত হয়ে তোমার কাছে ভেসে আছি। তোমার অনুভব সমুদ্রের মত, তোমার ভালোবাসা নগরের মত। কিন্তু তোমার মধ্যে এত দূরত্ব। সময় চলে গেছে, আমার প্রেমিকার হৃদয় হারিয়ে গেছে। আমি কবিতা তোমাকে লিখি। আমি পথে পরিণত হয়ে তোমাকে খুঁজি। আমার প্রেমিকার হৃদয় হারিয়ে গেছে'। খুবই দু:খের গান, কিন্তু অনেক সুন্দর।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়িকা উই সিন ইয়ু-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040