মেক্সিকো বন্ধুদের আগমনের জন্য উন্মুখ
  2018-12-11 17:05:55  cri

মেক্সিকো বন্ধুদের আগমনের জন্য উন্মুখ

যখন মেক্সিকো আলোচনায় আসে, তখন অনেক মানুষ রহস্যময় মায়ান সভ্যতা, শক্তিশালী টাকিলা (Tequila), লাল-সাদা-সবুজ খড়ের টুপি নিয়ে চিন্তা করে। সাংস্কৃতিক ও পর্যটন সম্পদের পাশাপাশি অনেক মানুষ জানে না যে, মেক্সিকোর ইলেকট্রনিক স্ক্রিন উত্পাদন ক্ষমতা পৃথিবীতে সর্বোচ্চ। অটোমোবাইল উত্পাদনে দেশটি বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে এবং দেশটি বিশ্বের পঞ্চদশ বৃহত্তম অর্থনৈতিক সত্তা। চীনের মেক্সিকান রাষ্ট্রদূত হোসে লুইস বারালাল চীনের বন্ধুদের তাঁর দেশ সফরে আন্তরিক আমন্ত্রণ জানান।

মেক্সিকো উত্তর আমেরিকার দক্ষিণ দিকে অবস্থিত, আয়তন প্রায় ২০ লাখ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা ১২০ মিলিয়নের বেশি। মেক্সিকো আমেরিকা মহাদেশে ভারতীয়দের প্রাচীন সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে একটি। মায়ান সভ্যতার পাশাপাশি বিশ্বখ্যাত অলমেক সভ্যতা, টলটেক সভ্যতা এবং আজেক সভ্যতা এখানে জন্মগ্রহণ করেছে। ১৮১০ সালে, মেক্সিকানরা স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং অবশেষে স্বাধীনতা লাভ করে। ১৮২৪ সালে ফেডারেল প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। চীনে মেক্সিকান রাষ্ট্রদূত হোসে লুইস বার্নাল বলেছেন:

"মেক্সিকোর একটি দীর্ঘ ইতিহাস এবং একটি চমত্কার সংস্কৃতির বড় দেশ। প্রাক-কলম্বিয়ার যুগে আমাদের নিজস্ব সাংস্কৃতিক ভিত্তি ছিল, এবং স্পেনীয়দের আগমনের আগে, সুন্দর সভ্যতার ফুলগুলি উজ্জ্বল হয়ে উঠেছিল। আমাদের নিজস্ব সভ্যতা এবং স্প্যানিশ সংস্কৃতির সমন্বয়ে একটি নতুন জাতির জন্ম হয়- মেক্সিকান জাতি। মেক্সিকান জাতি ২০০ বছর আগে স্বাধীনতা অর্জন করেছে। তারপরে, আমরা দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংগঠন এগিয়ে নিয়েছি এবং গণতন্ত্রের উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়ন করেছি। আমাদের উচ্চাকাঙ্ক্ষা এবং সাহস আছে।"

২০১৭ সালে, মেক্সিকোর জিডিপি ১.১৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। গত বছরের একই সময়ের তুলনায় ২.১ শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জিত হয় এবং মাথাপিছু জিডিপি হয় ১০.১ হাজার মার্কিন ডলার। মেক্সিকো মুরগি, টমেটো, মিষ্টি আলু এবং তামাকের উৎপাদক দেশ। মেক্সিকোর কৃষি সম্পদে সমৃদ্ধি ছাড়া পেট্রোকেমিক্যাল, বৈদ্যুতিক শক্তি, খনি, ধাতুবিদ্যা এবং উত্পাদন শিল্পের সাথে শিল্প খাতগুলিতেও উন্নত হয়েছে। মেক্সিকোয়ের রাষ্ট্রদূত হোসে লুয়েস বার্নাল বলেন:

"আজ, মেক্সিকো বিশ্বের পঞ্চদশ বৃহত্তম অর্থনীতির দেশ। অনেক শিল্প বিকশিত হয়েছে এখানে। উদাহরণস্বরূপ, মেক্সিকোর টেলিভিশন, কম্পিউটার স্ক্রিন এবং গাড়ির উত্পাদন মাত্রা বিশ্বের সর্বোচ্চ দেশগুলোর একটি। একই সময়ে, আমরা বিশ্বের তেল, রৌপ্য এবং তামাসহ বিভিন্ন সম্পদের একটি গুরুত্বপূর্ণ উত্পাদক দেশ। তা ছাড়া হেলথ কেয়ার চিকিৎসা ডিভাইস এবং উচ্চমানের খাদ্য সরবরাহকারী ও রপ্তানিকারক দেশ মেক্সিকো।"

সমৃদ্ধ পর্যটন ও সংস্কৃতির কারণে, মেক্সিকো চীনা পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয় ল্যাটিন আমেরিকার দেশ। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, মেক্সিকোতে প্রায় এক লাখ চীনা পর্যটক ভ্রমণ করেছেন। তা ২০১৭ সালের একই সময়ের তুলনায় ২৮.২ শতাংশ বেশি। চীনে মেক্সিকান রাষ্ট্রদূত হোসে লুইস বারালাল উল্লেখ করেন- মেক্সিকোতে চীনা পর্যটকরা সম্পূর্ণ অবকাঠামো এবং জনগণের আতিথেয়তা অনুভব করতে পারে।

তিনি বলেন,

"এই বছর আমরা অনেক পর্যটক গ্রহণ করেছি। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম পর্যটন গন্তব্য দেশ হয়ে ওঠে মেক্সিকো। এতে মেক্সিকোর উন্নত অবকাঠামো, পরিবহন নেটওয়ার্ক এবং উচ্চ মানের সেবা ব্যবস্থা বোঝা যায়। এখানে মানুষ, সুন্দর দৃশ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রাকৃতিক সম্পদ এবং উন্নত বিনোদন সুবিধা রয়েছে। বিশেষ করে, আতিথেয়তা, মেক্সিকানদের একটি বৈশিষ্ট্য। অবশ্যই মেক্সিকোতে বিভিন্ন আকর্ষণীয় সুস্বাদু খাবার রয়েছে।" ২০১৩ সালে চীন ও মেক্সিকো সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা করে এবং সে সময় দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন যুগ শুরু হয়। বর্তমানে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসের সেরা সময় চলছে। চীন ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দ্রুত উন্নত হচ্ছে। দুই দেশের মানুষের মধ্যে বিনিময় ক্রমশ ঘন হয়ে উঠছে। রাষ্ট্রদূত হোসে লুইস বারালাল চীনা বন্ধুদের তাঁর দেশ সফরে আন্তরিক আমন্ত্রণ জানান।

##

তেল আভিভে চীনা সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম বার্ষিকী উদযাপিত

নভেম্বরের শেষে ইসরাইলের রাজধানী তেল আভিভে চীনা সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম বার্ষিকী উদযাপিত হয়। বিখ্যাত চীনা সংগীত শিল্পীরা চীন ও ইসরাইলের জনগণকে একটি চমত্কার পার্ফমেন্স উপহার দেন।

এদিন সন্ধ্যায় ইসরাইলের দূতাবাসে চীনের কর্মকর্তা, ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কর্মকর্তা, সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতামূলক অংশীদারসহ বিভিন্ন মহলের ১৪০ জন অতিথি এই অনুষ্ঠানে অংশ নেন। আরহু, পিপাসহ ( Erhu, pipa, dulcimer) বিভিন্ন ধরনের চীনা জাতীয় বাদ্যযন্ত্র প্রথমবারের মতো ইসরাইলের মঞ্চে হাজির করা হয়। তাই এই পরিবেশনা সবার মধ্যে কৌতূহল জাগিয়ে তোলে।

##

লিসবনে চীন-পর্তুগাল মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত

'উন্মুক্ত, উদ্ভাবন এবং উইন-উইন সহযোগিতা' প্রতিপাদ্যকে সামনে রেখে চীন-পর্তুগাল মিডিয়া ডায়ালগ পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী প্রতিনিধিরা চীন ও পর্তুগালের মধ্যে মিডিয়া বিনিময় গভীরতর করা এবং চীন-পর্তুগাল বন্ধুত্ব ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপপরিচালক চীন-পর্তুগিজ মিডিয়া সহযোগিতার আরও প্রচারের জন্য তিনটি পরামর্শ দেন। তিনি আশা করেন, চীনা ও পর্তুগিজ মিডিয়া একে অপরের প্রতি তাদের রিপোর্ট শক্তিশালী করবে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দুই দেশের সাফল্য, দেশশাসনের অভিজ্ঞতা, চীনা ও পর্তুগিজ জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতা বিকাশ এবং চীনের ও পর্তুগালের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে উচ্চতর পর্যায় ও গভীর স্তরে নিয়ে যাবে। আন্তর্জাতিক প্রধান বিষয়ে একটি দৃঢ় কণ্ঠ ফুটে উঠবে। চীনা ও পর্তুগিজ মিডিয়া সক্রিয়ভাবে "এক অঞ্চল, এক পথ" আন্তর্জাতিক সহযোগিতার ভালো গল্প সম্পর্কে প্রতিবেদন তৈরি করবে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা উন্নয়ন এবং 'এক অঞ্চল, এক পথ' ফ্রেমওয়ার্ক কাঠামোর অধীনে উন্নয়ন কৌশলের নতুন অগ্রগতি ও সাফল্যকে ব্যাপকভাবে প্রতিফলিত করবে। চীনা ও পর্তুগিজ গণমাধ্যম সহযোগিতার গভীরতা এবং যোগাযোগ ও প্রভাব উন্নত করা হবে। চীনা ও পর্তুগিজ মিডিয়া সহযোগিতার ক্ষেত্র ক্রমাগতভাবে সম্প্রসারিত হচ্ছে এবং তথ্য বিনিময়, যৌথ সাক্ষাতকার, যৌথ প্রতিবেদন, যৌথ কর্মসূচী এবং যৌথভাবে মিডিয়া কভারেজের স্তর বাড়ানোর জন্য কর্মীদের প্রশিক্ষণের ক্ষেত্রে স্বাভাবিক সহযোগিতার সূচনা করবে।

(জিনিয়া/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040