চীনের কোম্পানি হুয়াওয়েইর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অন্যায় পদক্ষেপ
  2018-12-10 14:27:30  cri

চীনের প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে টিকতে না পেরে আন্তর্জাতিক আইনের অযৌক্তিক আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্র। গত শনিবার চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েইয়ের উপ-প্রধান ও প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ান চৌকে যুক্তরাষ্ট্রের আবেদনের পরিপ্রেক্ষিতে কানাডার ভ্যাঙ্কুভার থেকে গ্রেপ্তার করা হয়। এরপর বুধবার এক বিবৃতিতে তাঁর আটক হওয়ার বিষয়টি প্রকাশ করেন কানাডার বিচারমন্ত্রী। পরে যুক্তরাষ্ট্র তাকে হস্তান্তরের দাবি জানায়। চীন মনে করে, "মেংকে গ্রেপ্তারের ঘটনা হুয়াওয়েইয়ের ওপর যুক্তরাষ্ট্রের ঘৃণ্য ডাকাতসুলভ হামলা। এর উদ্দেশ্য চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে দমিয়ে রাখা।"

প্রিয় শ্রোতা বিস্তারিত শুনুন আজকের সংবাদ পর্যালোচনায়।

ফাইভ-জি ইন্টারনেট প্রযুক্তি নিয়ে চীনের সঙ্গে টিকতে না পেরেই যুক্তরাষ্ট্র হুয়াওয়েইয়ের উপ-প্রধান মেং ওয়ান চৌ এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে চীনের গণমাধ্যমগুলোতে। চীনের ইংরেজিভাষী জাতীয় দৈনিক পত্রিকা চায়নাডেইলি বলছে, "মেংকে গ্রেপ্তারের ঘটনা হুয়াওয়েইয়ের ওপর যুক্তরাষ্ট্রের ঘৃণ্য ডাকাতসুলভ হামলা। এর উদ্দেশ্য চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে দমিয়ে রাখা।" চায়নাডেইলির অভিযোগ- " মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বর্তমানে হুয়াওয়েইয়ের সঙ্গে টিকতে পারছে না। তাই আন্তর্জাতিক আইনের অপব্যবহার করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র।"

গেল ১ ডিসেম্বর চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েইয়ের উপ-প্রধান ও প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ান চৌকে কানাডার ভ্যাঙ্কুভার থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সেই নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে চীন এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। শিগগিরই মেং-এর মুক্তির দাবিও জানিয়েছে চীন। গ্রেফতারের পর শুক্রবার প্রথম জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

এ ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, "চাইনিজ টেলিকম জায়ান্ট হুয়াওয়েইয়ের ডেপুটি চেয়ারম্যান মেং ওয়ান চৌকে গ্রেপ্তারে কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য নেই। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রুডো বলেন, "কানাডা সরকার কয়েকদিন আগে থেকে মেংকে গ্রেপ্তারের বিষয়টি জানে। তিনি আরও বলেন, আমাদের সরকার এ গ্রেপ্তারে কোনো ধরনের রাজনৈতিক ভূমিকা রাখেনি। কানাডা এমন একটি দেশ যেখানে স্বতন্ত্র বিচারব্যবস্থা আছে। এ বিষয়ে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই।"

এদিকে, হুয়াওয়েইয়ের উপপ্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জালিয়াতির অভিযোগ এনেছে। কানাডার একটি আদালতের শুনানিতে শুক্রবার এটি উল্লেখ করা হয়। বলা হয়, মেং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা ভেঙে দেশটির সঙ্গে ব্যবসা করেছিলেন। কানাডার আদালত বর্তমানে মেংকে জামিন দেবে কি না- তা বিবেচনা করছে। শুক্রবার ৫ ঘণ্টা ধরে চলে তাঁর জামিন শুনানি। তবে আদালত সোমবার পর্যন্ত শুনানি মুলতবী ঘোষণা করেছে।

উল্লেখ্য, ৪৬ বছর বয়সী মেং ওয়ান চৌ হুয়াওয়েই কোম্পানির প্রতিষ্ঠাতা রেন চেং ফেইয়ের মেয়ে।

হুয়ায়েই টেকনোলোজিস কো. লি. চীনের বহুজাতিক নেটওয়ার্কিং ও টেলিকমিউনিকেশন উপকরণ প্রস্তুতকারী ও সেবা প্রদানকারী কোম্পানি। এর সদরদপ্তর দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন শহরে। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপল কোম্পানিকে টপকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকমিউনিকেশন উপকরণ তৈরির কোম্পানির স্থান দখল করে নেয়। চলতি বছর 'ফরচুন গ্লোবাল ৫০০ আন্তর্জাতিক কোম্পানি'র তালিকায় হুয়াওয়েই-এর অবস্থান ৭২তম।

১৯৮৭ সালে চীনের পিপলস লিবারেশন আর্মির সাবেক প্রকৌশলী রেন চেং ফেই হুয়ায়েই প্রতিষ্ঠা করেন। প্রথমদিকে হুয়ায়েই শুধু মোবাইল ফোনের সুইচ প্রস্তুত করতো। কিন্তু ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি, অপারেশনাল এবং কনসাল্টিং সেবা প্রদান শুরু করে হুয়াওয়েই। সেই সঙ্গে চীনের ভেতর এবং বাইরে সামগ্রী সরবরাহ শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশে ও বিদেশে হুয়ায়েই প্রায় ২ লাখ জনশক্তি রয়েছে। এদের মধ্যে প্রায় ৮০ হাজার কর্মী গবেষণা ও উন্নয়নের সঙ্গে জড়িত।

চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, কলাম্বিয়া, সুইডেন, আয়ারল্যান্ড, রাশিয়া, ইসরাইল ও তুরস্কে, হুয়ায়েইয়ের ২১ টি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান আছে। ২০১৭ সালে হুয়াওয়েই গবেষণা ও উন্নয়ন খাতে ১৩৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040