নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-12-09 19:27:32  cri

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অধিকার আদায়ের জন্য নারীদের শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।

৯ ডিসেম্বর নারী প্রগতির অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৮তম জন্ম ও ৮৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচ নারী ব্যক্তিত্বকে রোকেয়া পদকে ভূষিত করে এ কথা বলেন তিনি। নারীরা যাতে সন্ত্রাসে জড়িয়ে না পড়ে এবং সন্তানরা যাতে সন্ত্রাস-মাদকে না জড়ায় সে বিষয়ে সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা। নারী অধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকার জন্য জিনাতুন নেসা তালুকদার, নারী শিক্ষায় অধ্যাপক জোহরা আনিস, শিল্প-সংস্কৃতিতে নেত্রকোনার শিলা রায়, সাহিত্য-সঙংস্কৃতিতে রাবেয়া বেগম এবং নারী শিক্ষা ও সাহিত্য-সংস্কৃতিতে শহীদ জননী রমা চৌধুরী (মরণোত্তর) রোকেয়া পদক লাভ করেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040