চতুর্থ আন্তর্জাতিক কারুশিল্প প্রদর্শনী ও সেমিনার বাংলাদেশের জাতীয় আর্ট মিউজিয়ামে শুরু
  2018-12-09 19:23:10  cri

ডিসেম্বর ৯: ২০১৮ সালে 'চতুর্থ নতুন কারুশিল্প আন্তর্জাতিক শিল্পীগ্রুপ প্রদর্শনী ও সেমিনার' বাংলাদেশের জাতীয় আর্ট মিউজিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রদর্শনীতে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমি অফ আর্ট এন্ড ডিজাইন, শাংহাই আর্ট অ্যান্ড ডিজাইন একাডেমি এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ আখতারুজ্জামান, বাংলাদেশের জাতীয় আর্টস একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, বাংলাদেশে নিযুক্ত চীনা সাংস্কৃতিক কাউন্সিলার সুন ইয়েন এবং ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের আর্টস অ্যান্ড ডিজাইন একাডেমির মহাপরিচালক লু সিও পোসহ বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আখতারুজ্জামান বলেন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়, ছিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং শাংহাই আর্ট অ্যান্ড ডিজাইন একাডেমির সঙ্গে সফল বিনিময়ের উদাহরণ। যা অবশ্যই দু'দেশের জনগণের সমঝোতা ও মৈত্রী বেগবান করতে সক্ষম।

ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের আর্টস অ্যান্ড ডিজাইন একাডেমির মহাপরিচালক লু সিও পো বলেন, এবারের প্রদর্শনী বাংলাদেশের শিল্পীদের ব্যাপক সমর্থন পেয়েছে। দু'দেশের শিল্পীরা একে অপরকে শ্রদ্ধা করেন, পরস্পর শিখেন এবং আন্তর্জাতিক শিল্প ও কারুশিল্প সংস্কৃতির সমৃদ্ধি ও উন্নয়ন এগিয়ে নেন।

এক সপ্তাহব্যাপী প্রদর্শনীতে চীন, বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ১১টি দেশের শিল্পীদের প্রায় ১৪০টিরও বেশি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040