বাংলাদেশে চীনা রাষ্ট্রদূতের সিলেট পরিদর্শন
  2018-12-09 19:08:40  cri

ডিসেম্বর ৯: সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং জুও সিলেট অঞ্চল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে চাং জুও'র সঙ্গে সাক্ষাত্ করেন সিলেটের মেয়র, সিলেটের শিল্প ও বাণিজ্য চেম্বারের চেয়ারম্যান এবং বাণিজ্য, একাডেমিক ও সরকারি বিভাগসহ বিভিন্ন মহলের প্রতিনিধিরা।

রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশ পরস্পরের সুপ্রতিবেশী ও ভালো বন্ধু রাষ্ট্র। আরও বেশি চীনা শিল্পপ্রতিষ্ঠানকে সিলেটে বিনিয়োগে উত্সাহ দেবে চীন। তিনি আশা করেন, স্থানীয় সরকার চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ভালো ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে ও চীনের বিভিন্ন শহরের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করবে।

অংশগ্রহণকারী প্রতিনিধিরা আশা করেন, চীনা দ্রব্য সিলেটে উত্পাদন ও সংযোজনের কাজ করা হবে এবং আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে লেখাপড়ার সুযোগ দেওয়া হবে। তা ছাড়া, চীনের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান সিলেট উন্নয়নের কাজে অংশগ্রহণের আশা প্রকাশ করেছে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040