দ্বিতীয় ছয়-দেশীয় স্পিকারস্‌ মিটিংয়ে উপস্থিত চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান
  2018-12-09 17:03:50  cri
ডিসেম্বর ৯: দ্বিতীয় ছয়-দেশীয় স্পিকারস্‌ মিটিং গত শুক্রবার ও শনিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। এতে সন্ত্রাসদমন এবং আঞ্চলিক যোগাযোগ জোরদার করাসংক্রান্ত দু'টি প্রধান ইস্যুতে আলোচনা হয়েছে। সম্মেলনে 'তেহরান ঘোষণা' গৃহীত হয়। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস-চেয়ারম্যান ছেন চু এতে উপস্থিত ছিলেন।

ছেন চু বলেন, ছয় দেশের উচিত সন্ত্রাসদমনবিষয়ক নীতি ও অভিযান সমন্বয় ও সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক যোগাযোগ জোরদার করে সন্ত্রাসদমনে সহায়তা করা। বিভিন্ন দেশের উচিত সুবিধাজনক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা, বাণিজ্যিক বিনিয়োগ ও শিল্প খাতে সহযোগিতা জোরদার করা; যাতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়।

চীন, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, রাশিয়া ও তুরস্কের সংসদ সদস্যরা এই সম্মেলনে অংশ নিয়েছেন।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040