প্যারিসে ষষ্ঠ চীন-ফ্রান্স উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও আর্থিক সংলাপে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত
  2018-12-08 19:03:04  cri
ডিসেম্বর ৮: গতকাল (শুক্রবার) ষষ্ঠ চীন-ফ্রান্স উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও আর্থিক সংলাপ প্যারিসে অনুষ্ঠিত হয়। চীনের উপ-প্রধানমন্ত্রী হু ছুন হুয়া এবং ফ্রান্সের অর্থনৈতিক ও আর্থিক মন্ত্রী ব্রুনো ল্য মেয়ার যৌথভাবে সংলাপে সভাপতিত্ব করেন।

এবারের সংলাপে দু'পক্ষ 'ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী চীন-ফ্রান্স সার্বিক অর্থনৈতিক কৌশলগত অংশীদারি সম্পর্ক' প্রতিপাদ্য নিয়ে গভীর বিনিময় করে এবং উভয়ের জন্য কল্যাণকর বিভিন্ন বিষয়ে ফলাফলে পৌঁছায়।

চলতি মাসের প্রথমে চীন ও ফ্রান্সের প্রেসিডেন্ট জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনকালে এক সাক্ষাত্কারে দু'দেশের গুরুত্বপূর্ণ সহযোগিতা ইস্যু নিয়ে ধারাবাহিক গুরুত্বপূর্ণ মতৈক্য পৌঁছান। ষষ্ঠ চীন-ফ্রান্স উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও আর্থিক সংলাপের প্রধান কর্তব্য হলো দু'নেতার মতৈক্য বাস্তবায়ন করবে এবং পরবর্তী পর্যায়ে অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতার গুরুত্বপূর্ণ মিশন পরিকল্পনা করবে।

ফ্রান্সের অর্থনৈতিক ও আর্থিক মন্ত্রী ব্রুনো ল্য মেয়ার জানান, চীনের সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক ফ্রান্স। তাছাড়া প্যারিস 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে অংশ নিতে আগ্রহী বলেও জানান তিনি। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040