দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী: রাষ্ট্রপতি
  2018-12-08 19:02:13  cri

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশে-বিদেশে দায়িত্ব পালনের মাধ্যমে সুনাম অর্জন করেছে। শনিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৬তম দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপিতর কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন।

সেনাবাহিনী ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আশ্রয় শিবির স্থাপন, সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণ ও তাদের পরিচয়পত্র তৈরিতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেও সুনাম অর্জন করেছে সেনাবাহিনী। এর আগে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরে তিনি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ৭৬তম দীর্ঘমেয়াদি এ কোর্সে ২৫৪ জন বাংলাদেশি, ২ জন সৌদি, ১ জন শ্রীলঙ্কান ক্যাডেটসহ মোট ২৫৭ জন ক্যাডেট কমিশন লাভ করেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040