আন্তর্জাতিক সমাজকে একসাথে সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চীনের বিশেষ দূতের আহ্বান
  2018-12-08 15:35:24  cri
ডিসেম্বর ৮: আন্তর্জাতিক সমাজকে একসাথে সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চীন সরকারের সিরিয়া ইস্যুবিষয়ক বিশেষ দূত সিয়ে সিয়াও ইয়েন। গতকাল (শুক্রবার) জেনিভায় এক সাক্ষাত্কারে এ আহ্বান জানান তিনি ।

সম্প্রতি সিয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সদরদপ্তর সফর করেন এবং জেনিভায় জাতিসংঘ মহাসচিবের সিরিয়া ইস্যুবিষয়ক বিশেষ দূত স্ত্যাফান দ্য মিস্তুরার সঙ্গে সাক্ষাত্ করেন। সিয়ে বলেন, রাজনৈতিক পদ্ধতির মাধ্যমে সিরিয়া সমস্যা মোকাবিলা চীন সরকারের বরাবরই অবস্থান। জাতিসংঘ এবং জাতিসংঘ মহাসচিবের সিরিয়া ইস্যুবিষয়ক বিশেষ দূতের মধ্যস্থতার মাধ্যমে সিরিয়া সমস্যা মোকাবিলা করাকে সমর্থন করে চীন।

তিনি আরো বলেন, সিরিয়ার পুনর্গঠন একটি কঠিন কাজ। এতে আন্তর্জাতিক সমাজের অভিন্ন চেষ্টা খুবই প্রয়োজনীয়। তাছাড়া সিরীয় সমস্যার সংশ্লিষ্ট পক্ষগুলোরও উচিত এতে অবদান রাখা। আন্তর্জাতিক সমাজের উচিত সন্ত্রাসবাদ দমনের সঙ্গে সঙ্গে মানবিক বিষয়ে মনোযোগ দেওয়া, সিরিয়ার জনগণের দুঃখকষ্ট লাঘব করা। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040