প্রতি বছর সারা বিশ্বে সড়ক দুর্ঘটনায় ১৩.৫ লাখ মানুষ নিহত
  2018-12-08 14:51:39  cri
ডিসেম্বর ৮: সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বে সড়ক দুর্ঘটনায় নিহতদের সংখ্যা অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। প্রতি বছর প্রায় ১৩.৫ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। এই সংখ্যা ২০১৫ সালের ওই রিপোর্টের তুলনায় ১ লাখ বেড়েছে। সড়ক দুর্ঘটনা হলো ৫ থেকে ২৯ বছর বয়সী শিশু ও তরুণের মৃত্যুর প্রধান কারণ।

গতকাল (শুক্রবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত '২০১৮ সালে বিশ্বের সড়ক দুর্ঘটনার নিরাপত্তার অবস্থা রিপোর্টে' এ সব তথ্য পাওয়া গেছে। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040