সৌদি আরবের দু'টি উপগ্রহ উত্ক্ষেপণ করেছে চীন
  2018-12-07 19:06:35  cri
ডিসেম্বর ৭: চীন সাফল্যের সঙ্গে সৌদি আরবের দু'টি উপগ্রহ উত্ক্ষেপণ করেছে। চিউ ছুয়ান উত্ক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ২ রকেটের মাধ্যমে সৌদিস্যাট ৫এ ও সৌদিস্যাট ৫বি উত্ক্ষেপণ করা হয়।

এ দু'টি উপগ্রহ সৌদি আরবের নিজস্ব তৈরি। এ উত্ক্ষেপণের মাধ্যমে চীন ও সৌদি আরবের মহাকাশ সহযোগিতার নতুন সাফল্য প্রতিফলিত হয়েছে।

চীনের ১০টি উপগ্রহও একই সঙ্গে উত্ক্ষেপণ করা হয়। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040