আন্তর্জাতিক সমাজের উচিত আফগান সমঝোতা অর্জনের অগ্রগতিকে সাহায্য করা: জাতিসংঘে চীনা প্রতিনিধি
  2018-12-07 17:04:13  cri

ডিসেম্বর ৭: জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি উ হাই থাও গতকাল (বৃহস্পতিবার) বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত্ আফগানিস্তানের নেতৃত্বে দেশটির নিজের সহনশীল রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করা, বৈঠক এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টাকে সমর্থন করা এবং যত দ্রুত সম্ভব তালিবানকে বৈঠকে ফিরে আনতে আফগান সমঝোতা অর্জনের অগ্রগতিকে সাহায্য করা।

এদিন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে আফগান ইস্যু নিয়ে পর্যালোচনা করা হয়। উ হাই থাও বলেন, বর্তমানে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ভাল নয় এবং মানবিক পরিস্থিতি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আফগানিস্তানকে সমর্থন ও সহায়তা দিতে হবে। এক, দেশটি রাজনৈতিক সংলাপে অবিচল থাকবে। দুই, নিরাপত্তা পরিবেশ উন্নয়ন করবে। তিন, সক্রিয় উন্নয়নের উপর গুরুত্ব দিবে, জনগণের জীবনযাপনের মান উন্নত করবে। চার, সামগ্রী সরবরাহ করে মানবিক পরিস্থিতি প্রশমন করবে। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040