জাতিসংঘের প্রতিবেদনে শিল্পোন্নত দেশের জলবায়ু অভিযানের অগ্রগতি ও ব্যবধান তুলে ধরা হয়েছে
  2018-12-07 16:56:10  cri

ডিসেম্বর ৭: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো চুক্তি-সংক্রান্ত কার্যালয়ের গতকাল (বৃহস্পতিবার) ক্যাটোয়াইস জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদনে ২০২০ সাল পর্যন্ত শিল্পোন্নত দেশের জলবায়ু অভিযানের অগ্রগতি ও ব্যবধান তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয় ১৯৯০-২০১৬ সালে, শিল্পোন্নত দেশের গ্রিনহাউস গ্যাস নির্গমন ১৩ শতাংশ কমেছে, পাশাপাশি শিল্পোন্নত দেশের নির্গমন হ্রাস করার ব্যবস্থা কার্যকর।

প্রতিবেদনে আরও বলা হয়, উন্নত দেশ উন্নয়নশীল দেশগুলোকে অর্থ সমর্থন দিলে নিম্ন নির্গমন ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য উন্নয়নশীল দেশকে চালিকাশক্তি সরবরাহ করতে পারবে। ২০১৬ সালে অর্থ সমর্থনের পরিমাণ ৪৯৪০ কোটি ডলার।তাছাড়া, প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা প্রশিক্ষণ এমন সমর্থনও উন্নয়নশীল দেশের ২০২০ সালের পর জলবায়ু অভিযানের জন্য ভিত্তি সৃষ্টি করবে। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040