মার্কিন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2018-12-07 14:02:42  cri

ডিসেম্বর ৭: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল (বৃহস্পতিবার) সফররত দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিইয়ুং-ওহার সঙ্গে বৈঠক করেন। দু'পক্ষ কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পম্পেও এবং কাং কিইয়ুং-ওহা বৈঠকে পুনরায় বলেছেন, মার্কিন-দক্ষিণ কোরিয়া মিত্র অবিনশ্বর। উত্তর কোরিয়ার চূড়ান্ত ও পুরোপুরি পরীক্ষিত পরমাণু অস্ত্রমুক্তকরণ বাস্তবায়নের জন্য দু'পক্ষ ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে মার্কিন-উত্তর কোরিয়া আলোচনা ও দক্ষিণ–উত্তর কোরিয়ার সম্পর্কের অগ্রগতি নিয়ে গভীরভাবে মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। উত্তর কোরিয়ার উপর অবরোধ অব্যাহত রাখা হবে বলে উল্লেখ করা হয়। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040