ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সুন্দর সংগীত
  2018-12-06 14:54:29  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে বাজানো কিছু সুন্দর সংগীত উপভোগ করবো। আমাদের অনুষ্ঠানে ইতোমধ্যে আরহু, কুচেং, পিপাসহ অনেক বাদ্যযন্ত্রের সুন্দর সংগীত আপনাদের শুনিয়েছি। আজকের অনুষ্ঠানের সংগীতগুলো বর্তমান সময়ের জনপ্রিয় পপ সংগীত, যা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে বাজানো হয়। সংগীতের কোনো সীমানা নেই। চীনে অনেক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের অনুরাগী ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে দেশে-বিদেশে বিভিন্ন ধরনের সংগীত বাজিয়ে থাকেন। তাদের যন্ত্রের মধ্য দিয়ে অন্য এক রকম আবেদন তৈরি হয়। বন্ধুরা, আপনারাও এবার তা উপভোগ করুন।

চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত একটি বাদ্যযন্ত্র হচ্ছে কুচেং (gu zheng/zither)। প্রথম সংগীতটি একটি কুচেং সংগীত; বাজিয়েছেন চীনের জনপ্রিয় কুচেং প্লেয়ার মো ইয়ুন। সংগীতের নাম 'সেনবুন সাখুলা'; এটি জাপানে ACG (Animation Comic Game) ক্ষেত্রের খুব বিখ্যাত একই নামের গান অনুসারে তৈরি হয়েছে। গানটি তার দ্রুত ছন্দ ও উত্সাহিত সুরের জন্য পরিচিত। আর চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুর সাধারণত ধীর ও নরম, এর জন্য তা কুচেং দিয়ে তৈরি করা বেশ কঠিন। তবে মোইয়ুন এই 'প্রায় অসম্ভব কাজ' সম্পন্ন করে সুন্দরভাবে কুচেং দিয়ে এই গানটি বাজিয়েছেন।

বর্তমান চীনের ইন্টারনেটে সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় কুচেং প্লেয়ারের অন্যতম মো ইয়ুন। অনেক জনপ্রিয় ও কঠিন গান তিনি বাজিয়েছেন। তবে মো ইয়ুন কিন্তু একজন অপেশাদার অনুরাগী। তিনি বর্তমানের জনপ্রিয় সংস্কৃতি পছন্দ করার পাশাপাশি চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতিও খুব ভালোবাসেন। তাই কুচেংয়ের মাধ্যমে এ দু'সংস্কৃতির সমন্বয় করতে চান তিনি। আর তিনি সফলও হয়েছেন।  

পরের গানটির নাম 'চিউ চিউ পা শি ই'। গানটি হচ্ছে চীনের বিখ্যাত প্রাচীন ছোটগল্প 'পশ্চিম দিকে ভ্রমণ' অনুসারে রচিত একটি গান। আকর্ষণীয় গল্প ও উত্সাহিত সুরের জন্য গানটি প্রকাশ করার পরপরই অনেক জনপ্রিয় হয়। মো ইয়ুন এই গান অবলম্বনে কুচেং সংগীত বাজান- যা ওয়েবসাইটে দৈনিক ভিউয়ের রেকর্ড সৃষ্টি করে!

বন্ধুরা, এখন কুচেং দিয়ে বাজানো গান 'চিউ চিউ পা শি ই' শুনবো।

আধুনিক সংগীত সম্পর্কে যদি কিছু জানেন, তাহলে যন্ত্রে ৭ সুরের লহরি/নোট (note) সম্পর্কে জানার কথা। তবে প্রাচীন চীনা সংগীত বা চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রে শুধু ৫টি নোট আছে, তাই কুচেং দিয়ে আধুনিক সংগীত, বিশেষ করে পাশ্চাত্য ও বর্তমান জনপ্রিয় পপ সংগীত বাজানো খুব কঠিন একটি কাজ।

বন্ধুরা, এবার আমরা শুনবো বিখ্যাত পিয়ানো সংগীত 'Croatian Rhapsody' অবলম্বনে জনপ্রিয় কুচেং প্লেয়ার ওবাং ইয়ান রানের বাজানো সংগীত। চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রে বাজানো পাশ্চাত্য সংগীত কেমন? শুনেই দেখুন।

এখন পর্যন্ত পরিবেশন করা সবগুলো গান কুচেং দিয়ে বাজানো হয়েছে। এবার অন্য একটি বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তা হলো পিপা /Lute। প্রায় ২২০০ বছর আগে ছিন আমলে এটি তৈরি হয়। প্রাচীনকালের রেশমপথের মাধ্যমে তা পাশ্চাত্যের সঙ্গে বিনিময় হয় ও কিছু পরিবর্তন হয়। তাই বিশ্বের অন্যান্য বাদ্যযন্ত্র- যেমন সেতার, গিটার, ইলেকট্রনিক গিটারের সঙ্গে এর কিছুটা মিল আছে। প্রাচীনকালে পিপা একটি আন্তর্জাতিক বাদ্যযন্ত্র হিসেবে অনেক জনপ্রিয় হয়। আর বর্তমান পিপা চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ।

বন্ধুরা, পরের গানে আমরা শুনবো পিপার ঐতিহ্যবাহী সংগীত 'শি মিয়ান মাই ফু' ও বর্তমান জনপ্রিয় ইন্টারনেট সংগীত 'ছিইউয়ান ইউ থিয়ান সিয়া'র অবলম্বনে তৈরি সংগীত। বাজিয়েছেন জনপ্রিয় পিপা প্লেয়ার লিউ ছিং ইয়াও।

চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হলেও পিপা আন্তর্জাতিক একটি বাদ্যযন্ত্র। বন্ধুরা, এখন শুনুন পিপা দিয়ে বাজানো খুব জনপ্রিয় একটি ইলেকট্রনিক গান 'unravel'। গানে পিপা ও ইলেকট্রনিক গিটারের সমন্বিত পরিবেশন হয়েছে।

চীনের আরও একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র 'আরহু'। মানুষের কাছে এটি সাধারণত দুঃখের সংগীত বাজানোর উপযোগী যন্ত্র। আসলে এটি দিয়ে প্রফুল্ল সংগীতও বাজানো যায়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে একসঙ্গে আরহু দিয়ে বাজানো খুব জনপ্রিয় একটি পপ গান 'প্রজাপতি' শুনবো। আশা করি আজকের অনুষ্ঠানের মাধ্যমে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সম্পর্কে জানতে পেরেছেন।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040