পাক-মার্কিন সম্পর্কের উন্নয়ন দেখতে চায় বেইজিং: চীনা মুখপাত্র
  2018-12-05 11:09:53  cri
ডিসেম্বর ৫: পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অব্যাহত উন্নয়ন দেখতে চায় চীন। আফগান ইস্যুতে দু'পক্ষের যোগাযোগ ও সহযোগিতা জোরদারকেও সমর্থন করে বেইজিং। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং রাজধানীতে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, পাকিস্তান-যুক্তরাষ্ট্র সুসম্পর্ক কেবল আন্তর্জাতিক সন্ত্রাসদমন ও আফগানিস্তানের পুনর্গঠনের জন্য সহায়ক, তা নয়; এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও কল্যাণকর।

মুখপাত্র আরও বলেন, আফগানিস্তান তথা এতদঞ্চলের শান্তি ও উন্নয়নের জন্য পাকিস্তান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রচেষ্টা চালাবে বলে চীন আশাবাদী।(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040