চীন ও বাংলাদেশের তথ্যমাধ্যমের সহযোগিতা চুক্তি স্বাক্ষর
  2018-12-04 14:56:11  cri

ডিসেম্বর ৪: গতকাল (সোমবার) বাংলাদেশের রাজধানী ঢাকায় চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে চীনের পক্ষ থেকে যথাক্রমে বাংলাদেশের আরটিভি ও এটিএন বাংলা টিভির সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত চাং চুও স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাং চুও বলেন, তিনি আশা করেন চীন ও বাংলাদেশ ভাল একটি তথ্যমাধ্যম সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরি করবে এবং তথ্যমাধ্যমের মাধ্যমে দু'দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময় বাড়বে।

চুক্তি অনুযায়ী, আরটিভি ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি থেকে 'চীনা সময়' নামে একটি সাপ্তাহিক অনুষ্ঠান চালু করবে এবং অনুষ্ঠানে চীনের সংস্কৃতি,পর্যটন ও অর্থনীতিবিষয়ক তথ্য তুলে ধরবে। এটিএন বাংলা ২০১৯ সালের ১৯ মার্চ থেকে চীনা টিভি নাটক 'ফেদার ফ্লাইস টু দ্য স্কাই' বাংলা অনুবাদ সংস্করণ প্রচার করবে। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040