সহজ চীনা ভাষা-'বৃষ্টি হবে'
  2018-12-03 14:57:21  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজকের পাঠে আমরা নতুন একটি বিষয় আপনাদের শেখাবো। আজকের পাঠের নাম 'বৃষ্টি হবে'। এর চীনা ভাষা 要下雨了yào xià yǔ le । এই পাঠটি একটু লম্বা, তাই আমরা দুই ভাগ করে তা শেখাবো। আজ আমরা বন্ধুরা, এই অংশের প্রধান অর্থ হলো:

ছোট সাদা খরগোশ পাহাড়ের পাশে ঘাস কাটছে। আবহাওয়া মেঘাচ্ছন্ন। ছোট খরগোশ কোমর সোজা করে বিশ্রাম নেয়। একটি সোয়ালো পাখি তার মাথার উপর দিয়ে উড়ে যায়। ছোট খরগোশ চিত্কার করে বলে, সোয়ালো পাখি! সোয়ালো পাখি! তুমি কেন এত নীচ দিয়ে ওড়ো?

সোয়ালো পাখি উড়ে উড়ে বলে, "বৃষ্টি হবে, বাতাস অনেক আর্দ্র, পোকার পাখায় ছোট ছোট জলকণা লেগে থাকে। তাই উপরে উড়তে পারে না। আমি এখন পোকা ধরায় ব্যস্ত আছি।"

বৃষ্টি হবে? ছোট খরগোশ সামনে গিয়ে পুকুরের দিকে তাকায়। ছোট মাছ সব জলের উপরে এসেছে!

বন্ধুরা, এই পাঠ কিছুটা লম্বা; তবে, কোনো চিন্তা করবেন না; পাঠ থেকে কিছু মৌলিক শব্দ শিখলেই হবে।

পাঠের শিরোনাম : 要下雨了yào xià yǔ le । এখানে 要yào এর কয়েকটি অর্থ আছে। এবং এই শব্দও আমাদের আজকের পাঠের প্রধান শব্দ। কারণ দৈনন্দিন জীবনে এই শব্দের ব্যবহার প্রচুর।

要yào এর অন্যতম একটি অর্থ: কিছু চাওয়া, কিছু দরকার। যেমন : 我要吃饭wǒ yào chī fàn । মানে আমি খাবার খেতে চাই।

要 এর আরেকটি একটি অর্থ: হবে। যেমন 他要走了tā yào zǒu le । সে যাবে। আরেকটি উদাহরণ: 我们要去旅游了wǒ men yào qù

lǚ yóu le আমরা ভ্রমণে যাবো।

এই পাঠের আরেকটি প্রধান শব্দ: 下雨xià yǔ । মানে বৃষ্টি পড়া।

এই পাঠের আরেকটি প্রধান শব্দ: 为什么wéi shén me । কেন?

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040