সুইজারল্যান্ড বিশ্বের বৃহত্তম পোস্টকার্ড তৈরি করে জলবায়ু পরিবর্তন ইতিবাচকভাবে মোকাবিলার আহবান জানায়
  2018-12-03 09:32:56  cri

 

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ভেঙেছে একটি বিশাল পোস্টকার্ড। বিশাল এই পোস্টকার্ডটি সম্প্রতি সুইজারল্যান্ডের আলটেশ (Aletsch) হিমবাহের উপরে প্রদর্শন করা হয়। এই পোস্টকার্ডের লক্ষ্য হলো: জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য বিশ্বব্যাপী আহবান জানানো। পোস্টকার্ডটি ১ লাখ ২৫ হাজার নিয়মিত-আকারের পোস্টকার্ড দিয়ে গঠিত। এর মোট আয়তন ২৫০০ বর্গমিটার।

সংগঠক সংস্থা সুইস উন্নয়ন সহযোগিতা এজেন্সি জানায়, ৩৫টি দেশের ৬ থেকে ২০ বছর বয়সী ১ লাখ ২৫ হাজার শিশু এবং কিশোর-কিশোরী এই ১ লাখ ২৫ হাজার পোস্টকার্ড তৈরি করেছে। প্রতিটি পোস্টকার্ডের প্রতিপাদ্য 'জলবায়ু পরিবর্তন' সম্পর্কিত। প্রতিটি কার্ড বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনার ক্ষেত্রে তরুণ প্রজন্মের উদ্বেগ ও প্রতিশ্রুতি ব্যক্ত করে। সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির প্রধান গাস বলেন,

"এই ইভেন্টের উদ্দেশ্য হলো- সারা বিশ্বে একটি শক্তিশালী সংকেত পাঠানো। তরুণদের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার দায়িত্ব নিতে হবে। কারণ, আমাদের কেবল একটিই পৃথিবী আছে।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040