জি-টোয়েন্টি'র ত্রয়োদশ শীর্ষসম্মেলনে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষার দাবি
  2018-12-02 18:21:14  cri
ডিসেম্বর ২: দু'দিন ব্যাপী জি-টোয়েন্টি'র ত্রয়োদশ শীর্ষসম্মেলন গতকাল (শনিবার) আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে শেষ হয়েছে। সমাপনী সম্মেলনে বুয়েন্স আয়ার্স ঘোষণা গৃহীত হয়। এতে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ নানা বিষয়ে মতৈক্যে পৌঁছানো হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির তীব্র প্রবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দেশের প্রবৃদ্ধিতে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। অর্থনীতির ঝুঁকিও থেকে গেছে। বাণিজ্য বিষয় জোরালো হয়েছে। বৈঠক ও অভিযানের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর আস্থা জোরদার এবং ঝুঁকি প্রতিরোধ করা হবে বলে ঘোষণায় তুলে ধরা হয়েছে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট মউরিসিও মাক্রি সমাপনী অনুষ্ঠানের পর এক প্রেস ব্রিফিংয়ে বলেন, জি-টোয়েন্টি শীর্ষসম্মেলন শুরুর ১০ বছরে এটি বৈঠক ও সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবারের শীর্ষসম্মেলনের সভাপতি-দেশ হিসেবে আর্জেন্টিনা বিভিন্ন পক্ষের মধ্যে মতৈক্য অর্জন এবং বিদ্যমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে চুক্তিতে পৌঁছানোর জন্য দায়িত্ব পালন করে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040