বাণিজ্য-বিরোধ সমাধানে মতৈক্য পৌঁছেছেন চীন ও মার্কিন প্রেসিডেন্ট
  2018-12-02 16:33:23  cri
ডিসেম্বর ২: চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য-বিরোধ ৮ মাস স্থায়ী হওয়া সত্ত্বেও চলতি বছরের শেষ নাগাদ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এসেছে।

গতকাল (শনিবার) আর্জেন্টিনায় জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বৈঠকে মিলিত হন। এটি ছিল গত মার্চ মাসে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য-বিরোধ শুরুর পর দু'নেতার প্রথম বৈঠক। দু'নেতা চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য-বিরোধ সমাধানে মতৈক্য পৌঁছেছেন এবং শুল্ক আদায় বন্ধসহ নানা বাণিজ্যিক ব্যবস্থা গ্রহণ করেছেন।

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য-বিরোধ অবনতিশীল হওয়ার সন্ধিক্ষণে দু'নেতা সঠিক ব্যবস্থা গ্রহণ করেছেন এবং দু'দেশের সম্পর্কের উন্নয়নে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানে সদিচ্ছা প্রকাশ করেছেন। তাতে চীন দেশের মূল স্বার্থ ও জনগণের কল্যাণে কার্যক্রম করার প্রতিজ্ঞা প্রতিফলিত হয়েছে।

সাম্প্রতিককালে পাপুয়া নিউ গিনিতে সমাপ্ত এপেকের শীর্ষসম্মেলনে সি চিন পিং বলেন, স্নায়ুযুদ্ধ, তপ্তযুদ্ধ বা বাণিজ্যযুদ্ধ যাই হোক না কেন, যে-কোনো যুদ্ধে কোনো জয়ী থাকে না। চীন ও যুক্তরাষ্ট্রের ৮ মাসব্যাপী বাণিজ্য-বিরোধ নানা নেতিবাচক প্রভাব ফেলেছে, যা এ কথাকে প্রমাণ করে।

সামনে সূর্য না বৃষ্টি যাই হোক না কেন, হাত হাতে মিলিয়ে পরস্পরের উপকারিতা ও সমন্বয় অর্জন করা একমাত্র সঠিক উপায় বলে জি-টোয়েন্টির আর্জেন্টিনা শীর্ষসম্মেলনে এ মন্তব্য করেন সি চিন পিং। চীন-যুক্তরাষ্ট্র দু'দেশের বাণিজ্য-বিরোধ মোকাবিলার ব্যাপারে এটিকে অনুসরণ করা প্রয়োজন।

চীন-যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টদ্বয়ের মতৈক্য অনুযায়ী দু'দেশের অর্থ-বাণিজ্য কর্মদল যত দ্রুত সম্ভব নতুন দফা আলোচনা শুরু করবে। চীন অব্যাহতভাবে দু'দেশের অভিন্ন স্বার্থ ও বিশ্ব বাণিজ্যিক সুশৃঙ্খলা রক্ষার ভিত্তিতে বাস্তব প্রস্তাব উত্থাপন করবে।

চীন আন্তর্জাতিক বেতারের আজ (রোববার) এক সম্পাদকীয়তে এ সব মন্তব্য করা হয়। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040