বুয়েন্স আয়ার্সে চীন ও ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠক
  2018-12-02 15:15:55  cri

ডিসেম্বর ২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ স্থানীয় সময় গতকাল (শনিবার) আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে এক বৈঠকে মিলিত হন।

সি চিন পিং বলেন, বর্তমানে চীন-ফ্রান্স সম্পর্ক উচ্চ মান ও স্থিতিশীল উন্নয়ন বজায় রাখছে। আগামী বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী। চীন ফ্রান্সের সঙ্গে দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে এবং চীন-ইউরোপ সম্পর্কে আরও অগ্রগতি অর্জন করতে ইচ্ছুক।

সি চিন পিং জোর দিয়ে বলেন, দু'দেশের সম্পর্ক উন্নয়নের ভাল প্রবণতা বজায় রেখে উচ্চ পর্যায়ের বিনিময় জোরদার করা উচিত্। নানা পর্যায় ও বিভাগের মধ্যে বৈঠক ব্যবস্থা ব্যবহার করে বাস্তব সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এগিয়ে নিয়ে যাওয়া উচিত।

ম্যাকখোঁ বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে আমি চীন সফর করি এবং প্রেসিডেন্ট সি'র সঙ্গে ভবিষ্যতে দু'দেশের সম্পর্কের উন্নয়ন নিয়ে রুট ম্যাপ তৈরি করি। দু'দেশের সম্পর্ক আমাদের নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে দেখে খুব খুশি আমি। জ্বালানি ও স্পেস প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা ফলপ্রসূ। ফ্রান্স চীনের সঙ্গে পারমাণবিক শক্তি, বিমানচালনা ও পর্যটনসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলেও উল্লেখ করেন তিনি। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040