বুয়েন্স আয়ার্সে চীন ও মার্কিন প্রেসিডেন্টের বৈঠকে অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে মতৈক্য
  2018-12-02 15:11:39  cri

ডিসেম্বর ২: স্থানীয় সময় গতকাল (শনিবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে এক বৈঠকে মিলিত হন। বৈঠকের পর চীনের অর্থনীতি ও বাণিজ্য প্রতিনিধিদলের দায়িত্বশীল ব্যক্তি সাংবাদিকদের জানান, দু'নেতা চীন-যুক্তরাষ্ট্র অর্থনীতি ও বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা করেন এবং মতৈক্যে পৌঁছান।

দু'পক্ষের অর্থনীতি ও বাণিজ্য প্রতিনিধিদলের সম্প্রতি ইতিবাচক ও কার্যকর আলোচনার প্রশংসা করেন দু'নেতা। দুপক্ষের মতে, সুষ্ঠু ও স্থিতিশীল চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দু'দেশ ও সারা বিশ্বের অভিন্ন স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

দু 'পক্ষ শুল্ক আপগ্রেডসহ নানা বাণিজ্যিক বাধা দূর করার সিদ্ধান্ত নেয় এবং একমত হয় যে, পারস্পরিক সম্মান ও সমানের ভিত্তিতে পরস্পরের উদ্বেগ তাত্ক্ষণিকভাবে সমাধান করবে।

বৈঠকে দু'নেতা দু'পক্ষের প্রতিনিধিদলকে আলোচনার মাধ্যমে চুক্তি স্বাক্ষর করা, চলতি বছর আরোপ করা অতিরিক্ত শুল্ক বাতিল করা এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক যত দ্রুত সম্ভব সঠিক পথে ফিরে আনার নির্দেশ দেন। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040