জি-টোয়েন্টির শীর্ষসম্মেলনে সহনশীল বাণিজ্য ও যৌথভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কথা তুলে ধরলেন সি চিন পিং
  2018-12-02 14:24:51  cri
ডিসেম্বর ২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শনিবার) সকালে অব্যাহতভাবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জি-টোয়েন্টির ত্রয়োদশ শীর্ষসম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাণিজ্য প্রসঙ্গে সি চিন পিং বলেন, জি-টোয়েন্টির সদস্য দেশগুলোর উচিত উন্মুক্তকরণের ভিত্তিতে অবাধ বাণিজ্যে সচেতন থাকা এবং পরিপূরকপূর্ণ সহযোগিতা চালানোর পাশাপাশি সহনশীলতার সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য জোরদার করা।

জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে সি চিন পিং বলেন, জলবায়ু পরিবর্তন মানবজাতির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, যা মোকাবিলা করতে সকলের যৌথ প্রচেষ্টা প্রয়োজন। গত ৩০ নভেম্বর চীন, ফ্রান্স ও জাতিসংঘের যৌথ অনুষ্ঠানে প্যারিস চুক্তি বাস্তবায়নে আবারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সবার উচিত অব্যাহতভাবে মানবজাতির অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট যৌথ কমিউনিটি প্রতিষ্ঠার চেতনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতার জন্য রাজনৈতিক চালিকাশক্তি যোগানো। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে এ ক্ষেত্রে নিজের অবদান রাখতে ইচ্ছুক বলে উল্লেখ করেন সি চিন পিং। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040