বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারসহ নানা বিষয়ে ব্রিকস দেশগুলোর দৃষ্টিভঙ্গি প্রকাশিত
  2018-12-01 18:20:45  cri
ডিসেম্বর ১: ব্রিক্স-দেশগুলোর শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক জি-টোয়েন্টির শীর্ষসম্মেলনের প্রাক্কালে গতকাল (শুক্রবার) আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টেমার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতে উপস্থিত ছিলেন। বৈঠকে এক বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারসহ নানা বিষয়ে ব্রিক্স-দেশগুলোর যৌথ দৃষ্টিভঙ্গি প্রকাশ করা হয়েছে।

ব্রিক্স-দেশগুলো মনে করে, সব দেশের উচিত বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামোতে নীতিবিধি ভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা সমর্থন করা এবং স্বচ্ছ, উন্মুক্ত ও সহনশীল আন্তর্জাতিক বাণিজ্য নিশ্চিত করা। বিশ্ব বাণিজ্য সংস্থার সকল সদস্যদেশের প্রতি একতরফাবাদ ও বাণিজ্যের সংরক্ষণবাদের বিরোধিতার আহ্বানও জানানো হয়।

এছাড়া অংশগ্রহণকারী দেশগুলো বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা পালনে সমর্থনের কথা ঘোষণা করে। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040