আর্জেন্টিনায় ভিক্টোরিয়া ওকাম্পো জাদুঘর পরিদর্শন করলেন চীনের ফার্স্ট লেডি
  2018-12-01 16:08:33  cri
ডিসেম্বর ১: আর্জেন্টিনার প্রেসিডেন্টের স্ত্রী জুলিয়ানা আয়াদার আমন্ত্রণে গতকাল (শুক্রবার) সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং'র স্ত্রী পেং লি ইউয়ান জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনে অংশগ্রহণকারী নেতাদের বেশ কয়েকজন স্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পো জাদুঘর পরিদর্শন করেন।

পেং লি ইউয়ান ও অন্য ফার্স্ট লেডি জাদুঘর এলাকার বাগানে সম্বর্ধনানুষ্ঠানে দেশটির বিশেষ সংগীত উপভোগ করেন। এরপর তাঁরা জাদুঘরের সামনে ছবি তোলেন। এ সময় পেং লি ইউয়ান বলেন, তিনি ভিক্টোরিয়া ওকাম্পোর পুরানো বাড়ি পরিদর্শন করে আর্জেন্টিনার বৈশিষ্ট্যসম্পন্ন সংস্কৃতি উপভোগ করতে সক্ষম হয়েছেন। চীন-আর্জেন্টিনা সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার এবং মানুষের মনের সমঝোতা জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভিক্টোরিয়া ওকাম্পো ছিলেন আর্জেন্টিনার বিখ্যাত লেখিকা ও

সমাজকর্মী। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040