বুয়েন্স আয়ার্সে চীনা প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক
  2018-12-01 15:35:04  cri

ডিসেম্বর ১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয় সময় গতকাল (শুক্রবার) আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে এক বৈঠকে মিলিত হন।

সি চিন পিং বলেন, এবারের এই বৈঠক চলতি বছর আমার ও প্রধানমন্ত্রী মোদির চতুর্থ বৈঠক। চীন-ভারত সম্পর্ক নিয়ে আমাদের অনেক গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন হচ্ছে। দু'দেশের সম্পর্কোন্নয়নের ভাল প্রবণতা পরস্পরকে উন্নয়নের শক্তিশালী চালিকাশক্তি সরবরাহ করার পাশাপাশি বর্তমান পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ও নিশ্চয়তা যুগিয়েছে।

সি চিন পিং আরও বলেন, দু'পক্ষের উচিত্ রাজনৈতিক কূটনীতি, সীমান্ত-সম্পর্কিত বিশেষ দূত, প্রতিরক্ষা নিরাপত্তা, অর্থনীতি ও বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়সহ নানা সংলাপ ব্যবস্থা ব্যবহার করে যোগাযোগ জোরদার করা, পাস্পরিক আস্থা জোরদার করা, বাস্তব সহযোগিতা গভীর করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ প্রসারিত করা, ওষুধ ও চিকিত্সা, দারিদ্র বিমোচন, পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা।

মোদি বলেন, চীন-ভারত সম্পর্কের ওপর প্রেসিডেন্ট সি'র যে গুরুত্ব তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে। চীনের সঙ্গে পাস্পরিক আস্থা জোরদার করতে এবং সীমান্ত-সম্পর্কিত বিশেষ দূত পর্যায়ের বৈঠক ব্যবস্থার মাধ্যমে দু'দেশের সীমান্ত অঞ্চলের শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে চান তিনি। সেই সঙ্গে তিনি প্রেসিডেন্ট সি'র সঙ্গে দু'দেশের সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক বলেও মন্তব্য প্রকাশ করেন। (শিশির/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040