২০২৪ সালে ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা পৌঁছাবে ১০০ কোটিতে
  2018-11-30 13:18:08  cri

নভেম্বর ৩০: আগামী ২০২৪ সাল নাগাদ ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিতে পৌঁছাতে পারে বলে সুইডেনের এরিকসন কোম্পানির একটি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম।

এ প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক বছরে ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর গড় বার্ষিক বৃদ্ধির হার হবে ১০ শতাংশের কাছাকাছি। ২০২৪ সালে এ সংখ্যা ১০০ কোটিতে দাঁড়াবে। তাছাড়া ২০২৪ সালে মোবাইলফোনের মাসিক ডাটা ট্র্যাফিক বর্তমানের চার গুণ হয়ে ১৫জিতে দাঁড়াবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তাছাড়া, ২০২৪ সালে ৪জি নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ৮১শতাংশে দাঁড়াবে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040