সন্ত্রাসী হামলায় নিহত পাক পুলিশের পরিবারের প্রতি চীনা কূটনৈতিক কর্মকর্তার সমবেদনাজ্ঞাপন
  2018-11-30 13:13:56  cri

নভেম্বর ৩০: পাকিস্তানের করাচিস্থ চীনের কনসাল জেনারেল ওয়াং ইয়ু গতকাল (বৃহস্পতিবার) সিন্ধ প্রদেশের পুলিশ দফতরে সন্ত্রাসী হামলায় নিহত দু'জন পাক পুলিশের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষা্ত করেন এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং সান্ত্বনা অর্থ প্রদান করেন।

গত ২৩ নভেম্বর করাচিস্থ চীনা কনস্যুলেট জেনারেলে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে দুজন পাক পুলিশ ও দুজন নিরীহ নাগরিক নিহত এবং ১জন পাহারাদার আহত হয়। চীন তীব্রভাবে যে কোনো ধরনের সন্ত্রাসী তত্পরতার নিন্দা জানায় এবং দৃঢ়ভাবে পাকিস্তানের সন্ত্রাস দমন অভিযানকে সমর্থন করে। দু'জন নিহত পাক পুলিশের জন্য চীন আন্তরিক সমবেদনাজ্ঞাপন করে এবং তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়। পাকিস্তানে চীনা কোম্পানিগুলো এবং চীনের সাধারণ জনগণ স্বেচ্ছায় দু'জন পুলিশের আত্মীয়স্বজনের জন্য আর্থিক সহায়তা দেন।

নিহত দুই পুলিশের নাম আমির ও আশরাফ। পাক সরকার তাদেরকে 'বীর পদক'-এ ভূষিত করেছে ।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040